বাঁকপ্রহরী [] ফকির ইলিয়াস
...........................................................
দাঁড়িয়েছো নিঝুম ! যেখানে দাঁড়িয়ে ছিলে
ঠিক সেখানেই থাকো । সেতু পার হয়ে আমি
আসছি,তোমাকে জড়িয়ে দেবো রোদের
রেশমে,বিনীত দুপুরের নদীতে ভাসিয়ে সব
খুচরো স্মৃতিপরাগ।
দাঁড়িয়েছো নিঝুম ! আমি ও একদিন ছিলাম
এই বাঁকের প্রহরী । রাতের পর রাত,শুধুই
চেয়ে চেয়ে দেখতাম নৌকোদের চলাচল।বাতি
জ্বালিয়ে ঢেউগুলোর বিনম্র প্রস্থান।
আবার দেখা হবে। দেখা হতেই হয়। কারণ ঋতু
এবং রতি- ই চক্রবাকে, মানুষের নমস্য প্রলয় ।
@
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৭