মনোনয়ন অথবা পরীক্ষা বিষয়ক
© ফকির ইলিয়াস
............................................................
কেউ আমাকে কখনও কোনো বিষয়ে মনোনয়ন দিয়েছে কী না-
তা আমার মনে পড়ে না। কেউ একজন একদিন বলেছিলো,
'যে পরীক্ষায় তুমি কৃতিত্ব দেখিয়েছো-
সেটা আমেরিকার সিটিজেনশীপ পরীক্ষা'
কথাটা আমার মনে ধরেছিল খুব। সত্যিই তো !
তবে কি রবীন্দ্রনাথের পর আমিই অষ্টম বার ঢুকেছিলাম
প্রবেশিকা হলে! পাশ করবো বলে আকাশের কাছ থেকে
নিয়েছিলাম শব্দঋণ !
নো এক্সাম- নো অ্যাঙজাইটি, এমন মতবাদ পোষণ করে
আমি ক্রমশ বাড়িয়েছি জীবনের ধার-দেনা
নির্মাণ করেছি অনেক সম্পর্কশূন্যতার নিজস্ব দেয়াল
জানি, প্রাচীরের ভেতরে থাকে যে প্রত্যয়
প্রকৃত মানুষেরা তার মতোই শক্ত হয়ে দাঁড়াতে শিখলে
তার আর কোনো হেলানের প্রয়োজন পড়ে না।
#
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৫