দুটি কবিতা ॥ ফকির ইলিয়াস
...............................................
----------------------
জলপাহাড়ে ঘর
---------------------
কেউ গেয়ে যাচ্ছে ক্লান্তকন্ঠে, বনজ সঙ্গীত। মন্দ
লাগছে না এই কোলাহল, পাতার পৃথক ভাষা,
সূর্যের বিবৃতি। পাহাড়ের প্রান্ত ছুঁয়ে জেগে উঠছে
যে প্রেমকণা- তাকে গ্রহণানন্দে, ভিজে যাচ্ছে প্রেমিকার চোখ।
এই শহরে যারা সাঁতার জানে না, তারাও ভাসতে এসেছে আজ
যারা কখনও পড়েনি, রাধা-কৃষ্ণের প্রেম কাহিনি, তারাও
বাঁশি হাতে নিয়ে দিচ্ছে ফুঁ- শিখতে চাইছে বিরহ নৈবেদ্য।
এই জলপাহাড়ে ঘর সাজিয়ে, কতকাল করেছি যাপন
অথচ ভিজি'নি কখনও, কার্তিকা দুপুরে।এমন কারও
সাথে দেখাও হয়নি আমার, যাকে গল্প বলা যায়-
অথবা তার কাছ থেকে শোনা যায় এমন কোনো গল্প,
যে উপাখ্যানের শেষে জলের ঝাপটা নেই,
পাহাড়ের অশ্রুপাত নেই।
#
-----------------------
পেরেকপাত্রে একা
-----------------------
আমাকে যে আপেলবাগানে নিয়ে যেতে চাইছো,
সেখানে অনেকগুলো কালো ভোমর থাকে।
আমাকে নিয়ে যেতে চাইছো যে আখক্ষেতে, সেখানে
এক মধ্যরাতে মুখ থুবড়ে পড়েছিল চন্দ্রের শবদেহ
আর কয়েকটি পিঁঁপড়ে, সেই শবদেহ টেনে নিয়ে
ফেলে দিতে চেয়েছিল নদীতে।
পেরেকপাত্রে এতোদিন একা পড়েছিল আমার যে
মৃত আত্মা, তুমি তাকে দিতে চেয়েছিলে যে প্রেম-
আমি এমন ভালোবাসা কখনও চাই'নি।
অংশীদারিত্বের প্রকরণে যে হিসেব-নিকেশ থাকে,
কবিতা তার পাশে বসতি গাড়ে না,
কবি, জীবনেও হতে পারে না শাসনের তাবেদার।
#
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬