দুই দশ এক =
কে যেন এক আলো-কৈশরী
পাঠাল এক মূষ্ঠি স্বর্ণালী রং,
চঞ্চুর খামে প্রিয় বর্ণমালার উচ্চারণ ।
আমি সেই বর্ণ লুটেরা বীর,
ব্যক্ত অব্যয়ের ঊর্দি জড়িয়ে
ভেঙেছি অবরূদ্ধ কন্টক প্রাচীর ।
তুলেছি বঙ্গ বিদ্রোহের মশাল-আঙ্গুলি ।
একদিন পাজরে আটকানো ছিল নীল কষ্ট,
গেরুয়ার কোনায় বাঁধা বিবর্ণ গোলাপ,
একদিন বিষ ট্রিগারের নিশানা ছিল মাতৃ-ঠোঁট,
নিদ্রায়িত শব্দাবলীতে স্পটিক রক্ত জমাট,
অতঃপর তোমার রূপসী... বাকিটুকু পড়ুন