মেয়ে তুমি আনমনে বসে আছো জানালা ধারে..
উদাস দৃষ্টি তোমার আকাশ পানে..
খুঁজছো কি চাঁদটাকে ঐ মেঘেদের ভাজে??
নাকি আজ মন খারাপ মেয়ে তোমার??
মন খারাপের দিনে কি আজো তোমার ভাবনা জুড়ে থাকি এই আমি??
নাকি কোন অচিনপুরের রাজকুমার !!
হয়তো তোমার ভাবনার আকাশে,
আমি এক অস্তমিত রবিশিখা...
কিন্তু মন খারাপের দিনে,
অশ্রুসিক্ত নয়নে,
যখনি খুঁজে ফিরবে তোমার সুখপাখিটাকে...
তখন আমি ফিরবো তোমার উন্মুক্ত জানালা ধারে,
সুখপাখি হাতে,
হয়তো এক বুক স্বপ্ন হয়ে,
দুঃখের ঘোর অমানিশায় এক বিন্দু আলোকরেখা জ্বেলে....