ভাই রে ভাই...কি খেলা দেখলাম ! ! ! বিশ্ব চ্যাম্পিয়নগরে পুরা পাড়ার দল বানাইয়া ফালাইছে. . . ৫-১ গোলে হল্যান্ড স্পেনরে পুরা শেষ কইরা ফালাইছে।
ক্যাসিয়াসরে এতো অসহায় আর কেউ কোন দিন দেখছে কিনা মনে হয় না। প্রথম ৩০-৪০ মিনিট এর সাথে পরের ৫০-৬০ মিনিটের খেলার কোন তুলনা মনে হয় কেউ করতে পারবে না। শেষের ৫০-৬০ মিনিট এর মতো হল্যান্ড যদি প্রথম ৩০ মিনিট ও এই রকম খেলত তাইলে গোল কম সে কম পুরা দুই হালি হইত।
শাকিরার জামাই এর তো মনে হয় পায়ে কোন শক্তিই নাই . . . পুয়োল এর অভার পুরা প্রকট। পুয়োল নাই, স্পেন এর কোন ডিফেন্স ও নাই। তবে এতো গোলে হারার পরে ও ডেল বস্ক যেই ভাবে খেলোয়াড়দেরকে বুকে টেনে নিল, খুব ভাল্লাগছে...
কি আর কমু আমার নিজেরই এখনো ধান্দা কাটতেছে না, আর আমার ৮ বছরের ছেলে যে কিনা স্পেনের সমর্থক হয়ে এই রাত জেগে খেলা দেখছে ওর কি অবস্থা বলেন দেখি ?? তবে টানা বেশ কয়েক বছর অসম্ভব ভালো খেলার পরে, খেলার শেষের ৫০-৬০ মিনিট খেলা দেখে মনে হইল যে, স্পেন দলটা বেশ পরিশ্রান্ত।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:০৩