গত বছর একটা কনফারেন্সে শ্রীলংকা গিয়েছিলাম এবং আমার ভ্রমণ নিয়ে একটা পোষ্ট ও দিয়েছিলাম। অনেকে ছবি আপলোড করতে বলেছিলেন, আমি ও কথা দিয়োছলাম। তবে সামুর কিছু সমস্যা ছিল মনে হয় আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। আজ দেখলাম ছবি আপলোড হচ্ছে, তাই আমি ও দেরি না করে হাজির।
চলুন শুরূ করা যাক-
এইটা কি বলেন তো ? এইটা হইল শ্রীলংকান মশারী। রাত ৩.০০ টার দিকে বন্ধুর বাসায় যেয়ে এইটা আমার প্রথম কাজ ছিল।
প্রথম দিন
কনফারেন্সে যাওয়ার পথে আমার বন্ধুর গাড়ীতে উঠে মহামতী গৌতম বুদ্ধ এর সাথে প্রথম সাক্ষাত।
শহরের ছোট গোল চত্তর।
সিএনজি এর রং দেখে মনে হয় না যে বাংলাদেশের কোথাও ?? কিন্তু এই বাহনকে এরা বলে টুকটুক।
আরেক রংয়ের সি.এন.জি [টুকটুক]
ছয় নাম্বার বাস?
আকাশ ভেঙ্গে বৃষ্টি আসতেছে-
বলেন দেখি এই দুই পাশের পতাকাগুলো কিসের?
আমি ভাবছিলাম কোন পলিটিক্যাল কাজ কারবার। আসলে তা না, এইটা বৌদ্ধ ধর্মের কোন উৎসবের সাথে সংশ্লিষ্ট।
বৃষ্টির মধ্যে সি.এন.জি [টুকটুক]। পুরা ঢাকা শহর মনে হচ্ছে না? আমার মনে হইছিল ক্যান্টনমেন্টের পাশে ইব্রাহিমপুর...
আরেক রংয়ের সি.এন.জি [টুকটুক]
আমার গবেষণার বিষয় ন্যানোটেকনলজি। যাওয়ার পথে মারাত্মক একটা নমুনা পাইয়া গেলাম। টাটা ন্যানাে-
গৌতম বুদ্ধকে দেখে এখনও চোখ ঝালাপালা হয় নাই [হুমায়ন আহমেদের কথা, আমার না (সূত্র: রাবণের দেশে)], তাই ছবি তুলছি-
বৃষ্টিস্নাত সাধারণ শহুরে জীবন-
৫ দিন কলোম্বো থেকে আমার দেখা একমাত্র ফুট ওভারব্রীজ। কোন একটা রেল ষ্টেশনের পাশে। ষ্টেশনের নাম মনে নাই।
গৌতম বুদ্ধের পরে এই রকম ভাষ্কর্য/মুর্তিতে কলোম্বো পরিপূর্ণ। কার হতে পারে বলেন দেখি? আমাদের মতো না এরা যে, খালি দল প্রতি একজন থাকবে। প্রাক্তন সব প্রেসিডেন্টের ভাষ্কর্য/মূর্তি আছে।
এইটা কি? এনি আইডিয়া? উত্তর এর জন্য ছবির নিচে দেখুন-
শ্রীলংকার সুপ্রীম কোর্ট।
এইটা হইল শ্রীলংকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার । আফসুস আমাদের এই রকম কিছু নাই -
কোন বৌদ্ধ মন্দির কত ধনী তা জানা যাবে এই ঘন্টার মতো জিনিসটা দেখে। এইটা মনে হয় চারতলা উচু হবে। এর অর্থ এই মন্দির অত্যন্ত ধনী।
শ্রীলংকার সবচাইতে নামকরা স্হান। কলোম্বো গল ফেস। বাড়ীটি হচ্ছে প্রেসিডেন্টের অফিস। এই বাড়ী আর সমুদ্রতীরের মাঝ খান দিয়ে গেছে জনসাধারণের চলাচলের রাস্তা। রাস্তার পাশে অনেকগুলো কামান আছে। ভালো কথা প্রেসিডেন্টের অফিসের ছবি নাকি আইনত সামনাসামনি তোলা নিষেধ, তাই বেআইনি কাজটা কোনাকুনি করে করলাম আর কি -
আমার কনফারেন্স শুরূ, আমি গেলাম।
কেমন লাগল জানাবেন। ভালো লাগলে আরো ছবি দিব।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ রাত ৯:১৭