বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আমাদের অভিযোগের শেষ নাই। তারপরও কেউ কোন এয়ারলাইন্সে করে বিদেশ যাচ্ছে জানতে চাইলে আমরা জিজ্ঞেস করি, ভাই কোন বিমানে যাচ্ছেন? ব্যাপারটা আমার কাছে খুব মজার লাগে। যেমন কেউ বাইক কিনলে আমরা জিজ্ঞেস করি, ভাই কোন হোন্ডা কিনলেন। যাই হোক আজকের লেখার উদ্দেশ্য হলো উড়োজাহাজ নিয়ে।
বাংলাদেশে এখন এমন পরিবার পাওয়া কঠিন হবে যেখানে পরিবারের কোন না কোন সদস্য অন্য দেশে থাকেন না, মানে বিদেশে থাকেন না। তো, বিদেশে থাকলে, সেখানে যেতে উড়োজাহাজ ব্যবহার করা লাগবেই (২/৩ টি প্রতিবেশী দেশ ব্যতীত)। এছাড়া পর্যটনের জন্য ও অনেকে বিশ্বের নানাদেশে ভ্রমণ করে থাকেন। আমাদের এইসব আত্মীয়স্বজন উড়োজাহাজে যাত্রা শুরূ করার পরে আমাদের টেনশন থাকে কখন আসবে, এখন কোথায় আছে, তাই না? আপনাদের হয় কিনা জানি না, তবে আমার নিজের খুব হয়। তাই খুজতে খুজতে একটা সাইট পেলাম-
http://www.flightradar24.com
আপনার আগ্রহ থাকলে দেখতে পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। গুগল ম্যাপ ব্যবহার করে প্রতিটি ফ্লাইট শুরূ থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন, উড়োজাহাজটি এখন কোথায় আছে, কতক্ষণ লাগবে পোছাতে, কোন কোন দেশ পাড়ি দিয়েছে বা দিবে।
আর যদি 3D এর জন্য ফ্লাশটা ডাউনলোড করেন তো মজাই মজা। 3D ভিউতে সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, ককপিট ভিউ সব দেখতে পারবেন। [এর জন্য নেটের স্পীড বেশী হওয়া লাগবে।]
একটি স্ত্রিনশট দিলাম, দেখেন। লালা চিহ্নিত ঘরে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আছে।
সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৪ রাত ১১:২৫