গত বছর আমার শ্রীলংকা ভ্রমণ নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। তেমন উল্লেখযোগ্য কিছু নাই, কিন্তু তারপরও কেবল অসাধারণ সরলমনা মানুষগুলো, তাদের সহজসরল ব্যবহার, অসাধারণ খাবার, ইত্যাদির জন্য দেশটাকে আমার এতো ভালো লেগেছে যে, আমি আমার স্ত্রীকে বলছিলাম, যতবারই যাই না কেন, আমার মনে হয় কখনও দেশটাতে যেতে খারাপ লাগবে না, দেশটা আমার কাছে কখনও পুরোনো হবে না ।
১৯৯৬ সনে শ্রীলংকা যখন বিশ্বকাপ জিতে তখন যেমন ভালো লেগেছিল, একই রকম ভালো লাগা আজকের টি-২০ বিশ্বকাপ বিজয়েও ছুয়ে গেছে...আমি মনে হয় দেশটার আরো প্রেমে পড়ে গেলাম...
সাঙ্গা আর মাহেলাকে মিস করব।
আইও বোয়ান শ্রীলংকা...
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮