স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ছাত্রলীগ ক্যাডারদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে অবশেষে নেত্রকোনা ছাড়তে হলো বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনাকে।
রোববার সারাদিন আলপনার বাসার চারিদিকে ছাত্রলীগ ক্যাডাররা মোটরসাইকেল করে সশস্ত্র মহড়া দেয়। এতে করে আলপনাসহ তার পরিবার চরম নিরাপত্তার অভাব বোধ করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা আলপনার জীবন রক্ষার্থে বাড়ি থেকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিলে তিনি নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়ে যান।
রোববার রাতে সাংবাদিক আলপনা সেলফোনে বাংলানিউজকে বলেন, “রোববার বাংলাদেশ প্রতিদিন ও বাংলানিউজে সংবাদ প্রকাশের পর থেকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা তার বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সন্ত্রাসীরা তার বাড়ির চারিদিকে এভাবে মহড়া দেয়। রাতে সন্ত্রাসীরা বাড়িতে হামলা করে তাকে হত্যা করতে পারে-- এমন আশঙ্কাতে তিনি সন্ধ্যার পর পরিবারের নিরাপদ আশ্রয়ে চলে আসেন।
তিনি বলেন, “আমি এখন মোটামুটি নিরাপদ। কিন্তু বাড়ির লোকজনকে নিয়ে আমি আশঙ্কাতে রয়েছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজ সারাদিন প্রশাসনের পক্ষ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি।”
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ছাত্রলীগের তাণ্ডবে রণক্ষেত্র নেত্রকোনা’ শিরোনামে খবর প্রকাশ হওয়ার পর থেকেই আলপনাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। সেলফোনে তাকে হত্যার মৌখিক হুমকিসহ আপত্তিকর এসএমএস পাঠানো হয়।
এ ঘটনার পর আলপনা জেলা পুলিশ সুপার জয়দেব কুমারের সঙ্গে দেখা করলেও তিনি ছাত্রলীগের পক্ষ নিয়ে এ ঘটনায় থানায় মামলা বা জিডি না করার পরামর্শ দেন। ফলে আলপনা আর থানায় জিডি করেননি।
আলপনাকে হুমকি দেওয়া এসএমএসগুলোর মধ্যে রয়েছে, “কোরবানি ঈদের আগেই তোকে কোরবানি করা হবে। রেডি হইয়া থাক। তোর মাংস কুত্তা দিয়া খাওয়াইমু। তুই আমরারে চিনছস না। নেত্রকোনায় থাইক্যা আমরার বিরুদ্ধে নিউজ করছস। তোর কইল্জা কত বড় দেহন লাগব। এই সাহস তুই কই থ্যাইকা পাইছস? কোরবানির আগেই তোরে তুইল্যা নিয়া যাবো। তহন বুঝবি নিউজ করন কেমন লাগে।”
এ বিষয়ে জানতে রোববার দুপুর পৌনে ১টায় এসপি জয়দেব কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। রোববার সকালে বাংলাদেশ প্রতিদিন পড়ে ঘটনাটি জেনেছি।”
তিনি জানান, আলপনা এ বিষয়ে থানা কিংবা তাকেও মৌখিকভাবে কিছুই জানাননি। এছাড়া এ ঘটনার পর আলপনার সঙ্গে তার দেখা পর্যন্ত হয়নি বলে জানান তিনি।
তবে আলপনা বাংলানিউজকে জানান, এসপি জয়দেবের সঙ্গে দেখা করে তিনি পুরো ঘটনা জানিয়েছেন। তখন তিনি তাকে আশ্বস্ত করে বলেন, ঘটনাটি তিনি দেখবেন। কিন্তু এখন উল্টো আচরণ করছেন এসপি সাহেব।
নেত্রকোনায় সাংবাদিক আলপনাকে ছাত্রলীগের হুমকি
ঈদের আগেই তোকে কোরবানি করা হবে!
নেত্রকোনায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিককে প্রাণনাশের হুমকি
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১২
আইএ/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর