যে পরিবারে ছেলে থাকে না আমার মনে হয় সে পরিবারের সব মেয়েরাই মেয়ে এবং ছেলের কাজ করে
কিন্তু যে পরিবারে মেয়ে থাকে না সে পরিবারের ছেলেরা খুব কম ই এই দুটো হয়ে কাজ করে...
এবার যেহেতু চাচাদের সাথে কুরবানী দিয়েছি তাই মাংস আনা-নেয়ার কাজ টা আমাকেই করতে হয়েছে, বাপি সিক থাকায় ,
কোন রকমে সে মাংসের ৩ ভাগ করে দিয়েই রেস্ট নিতে যায়, এরপর সেই মাংস আত্মীয়/ স্বজন / প্রতিবেশী/ ফকির মিসকিন কে বিলিয়েছি,
এরপর বাসার রান্না করা, বাসার মাংস ঠিক ঠাক করা+ আদার্স কাজ মামনীর সাথে তাল মিলিয়ে এক সাথে করেছি আবার আম্মিদের দেখাশোনা...
খারাপ লাগে না যখন আমি পরিবারে ছেলে/মেয়ে উভয়ের ভুমিকায় কাজ করি,
ভালো লাগে যখন দেখি পরিবারের সবকিছুতে একটা ছেলের থেকেও আমার অধিকার বেশি,
পরিবারের যেকোন বিষয়ে আমার মতামত গ্রহন করা হয় এমন কি কিছু ক্ষেত্রে আমি যা বলি তাই করা হয়
( এটা আবদার না পারিবারিক নানা বিষয়ের ব্যাপার) !
ভালো লাগে যখন দেখি একটা ছেলের থেকেও আমার স্বাধীনতা বেশি!
পরিবার থেকে যথেষ্ট স্বাধীনতা দেয়া হয়েছে কোনদিন তার অমর্যাদা করিনি দেখে তা এখনো অটুট আছে!!
খারাপ লাগে না এই ভেবে যে আমাকে ছেলে/ মেয়ে উভয়ের ভুমিকা পালন করতে হয়
বরং ভালো লাগে গর্ব হয় পরিবারে নিজস্ব একটা অবস্থানের জন্য!
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬