ভুজুং-ভাজং দিয়ে অনেকেই প্রেম করতে পারে, প্রেমের ফাঁদে ফেলতে পারে... সেখানে ধরি মাছ না ছুঁই পানির মত সব কিছু করতে পারে , লিটনের ফ্লাটে যেতে পারে কিংবা অত দূর না গেলেও হাতের কাছেই তো ফোন আছে, ফোনে ওয়েবে, স্কাইপে তে , ইমোতে ঢলাঢলি থেকে শুরু করে সেক্স সব করতে পারে কিন্তু যেই দায়িত্ব নেয়ার কথা বলা হয় , বিয়ের প্রসঙ্গ আসে তখন শুরু হয় ধানাই-পানাই!!! পরিবার মানবে না, আমার নিজের অবস্থা টলমলে, অসম প্রেম/ জাত ভিন্ন সমাজ মানবে না, বিয়ের জন্য প্রস্তুত না, আমরা আসলে খুব ভালো বন্ধু, হেন তেন কিচ্ছা কাহিনী! এরপর পলান টুকটুক খেলা তারপর একেবারেই সরি কিংবা না বইলা পগারপার! লাপাত্তা!
>আজকাল কার ছেলে/মেয়েরা প্রেমিক/প্রেমিকা হিসেবে যতটা না নিজেদের পরিচিতি দিতে ভালোবাসে তার থেকে বেশী তাদের ১০১ টা বফ/ গাফ আছে এই বইলা নিজেরে প্লেবয়/ প্লেগার্ল হিসেবে পরিচয় দিতে কিংবা ভাবতে ভালোবাসে আর সেই ভাবনায় ভালোবাসা উধাও হয়...
>কিন্তু যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনোই অজুহাত দিবে না, যদিও এ যুগে ভালোবাসা ব্যাপারটা বিলাসিতা ... তবুও কেউ কেউ সত্যিকার অর্থেই ভালোবাসে ... ভালোবেসে একে অপরকে আগলে নেয়... সামনে আসা সব কিছু নিজেরা ফেস করে, যুদ্ধ না করে নিজেকে পরাজিত ভাবে না... তারা একে অপরের হাত কখনোই ছাড়ে না... তারা সত্যিকার প্রেমিক/ প্রেমিকা হয়েই ভালোবাসাকে মর্যাদা দিয়ে বিশ্বস্ততার সাথে একে অপরের পাশে থাকে... এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার!
যদিও এসব আজকাল রেয়ার কেস! তবু মনে করি- ভালোবাসায় বিশ্বস্ততা আর আস্থা দিয়ে যেন ভরপুর থাকে এসব ভালোবাসার মানুষেরা!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ সকাল ১১:২৭