মিয়ানমারের হ্যাকারদের দ্বারা বাংলাদেশী বেশকিছু সরকারি ওয়েবসাইট হ্যাক হচ্ছে। তার মধ্যে Ministry of Science & Technology এই ওয়েব http://www.most.gov.bd/ মাত্র দেখলাম। যা হোক, হ্যাকাররা হ্যাক করছে, তাতে মন খারাপ হওয়ার কিছু দেখিনা। কিন্তু খারাপ লাগলো তাদের কান্ড-কীর্তি দেখে।
হ্যাকাররা কোন ওয়েব হ্যাক করলে (পূর্ণ বা সাময়িক নিয়ন্ত্রণে) সেই ওয়েবে তাদের নানান ক্রেডিট মূলক কথা লেখে। কোন দাবি দাওয়া সংক্রান্ত উদ্দেশ্যে হলে সেইটা লেখে। কিন্তু মিয়ানমারের এই অজাত হ্যাকারগুলা এইসব কি লিখল ! এটাই সবচাইতে খারাপ লাগলো। ... আমি যদি হ্যাকার হতাম/ ওয়েব হ্যাক করার বিষয়বস্তু জানা থাকতো, তবে আজকে রাত্রে মিয়ানমারের সরকারি ওয়েবগুলারে শান্তি দিতাম না। যেইনা দেশ, তার আবার কত সাহস।
বাংলাদেশের নাম চেঞ্জ করার সাহসিকতার মজা দেখায়ে দিতাম।
বাইদ্যাওয়ে, http://www.most.gov.mm/ এইটাও একটা Ministry of Science & Technology এর সরকারি ওয়েব। তবে মিয়ানমারের। হ্যাকিং ট্র্যাকিং এ বাংলাদেশ কিন্তু অন্তত মিয়ানমারের থেকে পিছিয়ে নাই। তাই আমাদের স্বদেশি কোন ইথিক্যাল হ্যাকার ভাই/ ভাইদের থেকে যদি এর উপযুক্ত জবাব যদি আশা করি, সেটা কি খুব দোষের হবে ?
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৪ রাত ১:০৩