চিত্রঃ বিডিনিউজ২৪.কম
লঞ্চের একটা কাহিনি মনে পড়ে গেল। তখন রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলানো নিয়ে বেশ সিরিয়াস ছিলাম। একটা বোতল বা ময়লা নিয়ে সারা রাস্তা হেটে বাসা পর্যন্ত এসেছি তবুও রাস্তায় ময়লা ফেলিনি।
তো একদিন এমন পরিস্থিতিতে ময়লা হাতে ঘুরতে ঘুরতে লঞ্চে উঠলাম। পানিতে ময়লা ফেলে পানির পরিবেশ দুষন করা যাবেনা এমন মনোভাব নিয়ে ময়লার ঝুড়ি খুজতে লাগলাম। খুব সুন্দর করে 'আমাকে ব্যবহার করুন' বা 'USE ME' লেখা নীল রঙের একটি ময়লার বক্সে ময়লাটা ফেললাম। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরদিন সকালে একটু লেইটে ঘুম থেকে উঠে নিচে নামলাম। দেখলাম লঞ্চে কর্তব্যরত এক ভদ্রলোক আমাকে ব্যবহার করুন' বা 'USE ME' লেখা নীল রঙের ময়লার বক্সটি উপুড় করে সব ময়লাগুলো নদীতেই ফেলে দিলেন। আমি হা করে কিছুক্ষন তাকিয়ে রইলাম আর ওই ভদ্রলোক পানের জাবর কাটতে কাটতে আমার দিকে হাসি দিয়ে যাচ্ছিলেন।
অতঃপর আমার ময়লা রহস্য অভিজান এখানেই শেষ হল। মনে মনে অংক কষলাম শহরের আশে পাশে যত আবর্জনার স্তুপ আছে সেখানে ময়লা ফেলানোর দরকার নেই। কারন সেখানে ময়লা ফেললে সেই ময়লা গিয়ে নদীতেই ফিরে আসে। শুধু শুধু পৌরসভার একজন কর্মীকে কষ্ট দিয়ে লাভ কি? এর থেকে নিজে একটু কষ্ট করে ময়লাগুলো নদীতে ফেলাটা ভাল কাজ নয় কি!
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৯