Image Source: The Ladders
জীবনের সকল শিক্ষা সবার জন্যে নয়। একেকজন সাকসেসফুল বা আনসেকসেসফুল ব্যাক্তি তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে যেসব বানীগুলো ছাড়েন তা ধরে রেখে আপনি সকলের জীবন মেজারমেন্ট করতে পারবেন না।
এই যেমন ধরুন, ব্যাকআপ প্লানের কথা। কেউ কেউ বলে গেছেন ব্যাক আপ প্লান না থাকলে আপনি যে কোন সময় ঝরে পড়ে যেতে পারেন। আর অপরদিকে বার্ণ ইউর বোট থিউরী এর সম্পূর্ন বিপরীত। নৌকা পুড়িয়ে ফেল যাতে কোন ব্যাকআপ না থাকে। যাতে করে সব ফোকাস একদিকেই থাকে এবং যে করেই হোক আমাকে জিততে হবে এমন একটা মনোভব থাকে
এখন কথা হচ্ছে ব্যাকআপ প্লান বা নৌকা পোড়ানো সবই নির্ভর করে ব্যাক্তির উপর। কোন ব্যাক্তি কোন কথাটা নিজের মধ্যে ধারন করল! কেউ কেউ ব্যাকআপ প্লান রেখে জীবনে কিছুই করতে পারেনা শুধু কমফোর্ট জোনে থাকতে চেয়ে। আবার কেউ কেউ নৌকা পুড়িয়ে অসহায় আত্মসমর্পণ করে ফেলে। দুদিকেই ডিসএডভান্টেজ রয়েছে। তাহলে স্মার্ট মুভ কোনটা? সেটা আপনার নিজের মোটিভেশনের উপর নির্ভর করে।
নিজেকে আগে নিজের কাছে পরাজিত করুন। নয়ত আপনি সব যুদ্ধেই হেরে যাবেন। কারন আপনার মাইন্ড, হার্ট সবকিছুই ডিজাইন করা হয়েছে আপনাকে অলস বানিয়ে রাখার জন্যে। আগে নিজেকে হারান, এরপর যে পথই বেছে নিন না কেন, কাঙ্ক্ষিত গন্তব্য আসবেই...
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭