প্রশ্ন :৭০ লক্ষ টাকা কার? এপিএসের নাকি তার শ্যালকের নাকি অন্য কারও ?
প্রশ্ন: যদি শ্যালকের হয়ে থাকে তিনি এত টাকা কোথায় পেলেন ? আর আপনি কেন এত রাতে এই টাকা বহন করে মন্ত্রীর বাসায় নিয়ে যাচ্ছেন ।
প্রশ্ন: মন্ত্রী বলছে আপনাদের সাথে দেখার করার কোনো কথাই ছিল না সেই রাতে কিন্তু আপনারা বলছেন মন্ত্রীর সাথে আপনাদের কথা হয়েছে যে আমরা আসছি আপনার সাথে দেখা করতে । কোনটি সত্য বা কে মিথ্যা কথা বলে ঘটনাকে অন্যদিকে মোড় নিতে চাইছে ??
উত্তর : জবাব চায় তরুন সমাজ ???????????????????
প্রশ্ন :মন্ত্রীর এপিএসের ড্রাইভার হঠাৎ গাড়ি বিজিবির জিগাতলা গেটে ঢুকিয়ে গাড়িতে অবৈধ টাকা আছে বলে শোরগোল তোলেন। পরে বিজিবি তল্লাশির করা পর বিপুল পরিমানে টাকা পায়। এই টাকাগুলো এখন কোথায়। কারা এই টাকাগুলো লুকিয়ে রেখেছে ?
উত্তর : জবাব চায় তরুন সমাজ ??????????????????
প্রশ্ন : মন্ত্রীর এপিএসের ড্রাইভারকে কেন আটক করা হলো অন্যরা কার নির্দেশে বিজিবির থেকে ছাড়া পেল তারা। কে এই ব্যক্তি??????
উত্তর: জবাব চাই তরুন সমাজ ?????????????
প্রশ্ন : মন্ত্রী বলছেন এপিএস এর ড্রাইভার নাকি টাকা হাউজ্যাক কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে জিগাতলার বিজিবির গেইটের ভিতর তাদের গাড়িটি ঢুকিয়ে দেয়। ড্রাইভার কেন বিজিবির সন্নিকটের গিয়ে তাদের টাকা ছিন্তাই করবে ??
উত্তর : জবাব চায় তরুন সমাজ ?????????????????
প্রশ্ন : এত বড় একটি ঘটনা বিজিবি হাতে নাতে ধরলো অথচ বিজিবির প্রধান সাংবাদিকদের বলছে টাকার বিষয়ে তারা কিছু জানেন না?এবং এই ঘটনা নাকি একটি ভুল বোঝাবুঝি বুলে উড়িয়ে দিয়েছেন, কেন ??
উত্তর : জবাব চায় তরুন সমাজ ??????????????????
চোরের ১০ দিন গেরোস্তের এক দিন