১। যেমন ডেইলি বা সাপ্তাহিক বা মাসিক বেসিস ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে আমার একটুও আগ্রহ জাগে না।
আমি বছরে, দু'বছরে একটা করে পিক দেওয়া লোক। সেটা আবার কয়েকদিনের জন্য অনলি মি করে রাখি যেন কেউ (নাইস লাগছে, অসাম, সেই, নায়ক, হ্যান, ত্যান) ধরনের সস্তা কমেন্ট না করতে পারে। তারপর ফেসবুকের এলগরিদমের জোয়ারের পালা শেষ হলে আস্তে করে একদিন পাবলিক করে দেই।

২। কোথাও ভ্রমণ করলে ট্রাভেলিং এখানে, ট্রাভেলিং ওখানে লিখে পোস্ট করি না।
৩। মুহূর্তে মুহূর্তে সেলফি তুলে স্টোরি তে জানান দেই না।
৪। সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট না করলে ইজ্জত থাকবে না এটা আমি মোটেও করি না। আমার ইচ্ছে হলে করি না হলে না।
৫। কোনো একটা ভিডিও বা পোস্ট ভাল লেগেছে, সেখানে জ্ঞানের কিছু আছে এমন পোস্ট পেলে পড়ার বা দেখার সময় না পেলে নিজের টাইমলাইনে অনলি মি করে শেয়ার করে রাখি যেন পরে নিরিবিলি দেখতে পারি।
৬। নিজের প্রোফাইল বা কভারে নিজের বউ এর ছবি থাকতে হবে এটা আমি একদমই নিতে পারি না। অবশ্য এখনো বিয়ে করা হয়ে ওঠে নি।

৭। ঈদে গরুর ছবি দিতেই হবে এখানে আমার বড় আপত্তি।
৮। নিজের একটা পিকচার আপলোড করে ক্যাপশানে দু'লাইন কবিতা, আই এম রিপন ভিডিও মতে দু'লাইন ছন্দ কিংবা দু'কলি গানের লাইন লিখতে আমার বাধে।
৯। মেসেঞ্জারে একটিভ স্ট্যাটাস অফ করে রাখি অনলাইনে আছি কি না যেন কেউ না বুঝতে পারে। মানে নামের পাশে সবুজ বাতি জ্বলতে দিতে আপত্তি।
১০। অপরিচিত কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় প্রথমে তাকে মেসেজ করবো পরিচিত হবো তারপর একসেপ্ট। আর যদি কয়েক দিনের মধ্যে রিপ্লাই না দেয় তাহলে ফলোয়ার বানিয়ে রেখে দেওয়া আমার পুরানো একটা অভ্যাস।
১১। আমি যে রিয়্যাক্ট গুলো দেই সেগুলো জরিপ করে দেখেছি ১০০টা রিয়্যাক্টের এর মধ্যে ৯০ টা থাকে হা হা রিয়্যাক্ট।

১২। তবে ভাল এবং জ্ঞানমূলক কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করতে আমি বেশ পটু।