এই যেমন, প্রেমের ক্ষেত্রে স্যাক্রিফাইস করার যে ব্যাপারটা আছে তার কথা যদি বলি, সেটা মানুষ বা অন্য যে কারো চেয়ে হাজারগুন বেশী করতে হয় আর একটা প্রাণীকে, সেটা হলো মাকড়শা।
Photo Courtsy: Asfi Kabir
চিন্তা করে দেখুন – আমরা যারা মানুষ, প্রপোজ করার সময় আমরা কি চিন্তা করি? ইতিবাচক সাড়া পেলে তো কথাই নাই, দুই কেজি মিষ্টি কিনে সোজা কাজী অফিস।


একটা গবেষনায় দেখা গেছে প্রেম নিবেদন করতে গিয়ে মাত্র ২০% পুরুষ মাকড়শা শেষ পর্যন্ত বেঁচে ফেরত আসতে পারে, বাকী ৮০% মাকড়শা বেঘোরে প্রাণটা হারায়।

অর্থাৎ, হৃদয়ের কথা বলতে গিয়ে রীতিমতো প্রান উৎসর্গ করতে হয় বেচারাদের।

কিন্তু কেন এই নিষ্ঠুরতা? নারী মাকড়শার দৃষ্টিতে যদি দেখি, তারা আসলে রীতিমতো কনে দেখার মতো করে সঙ্গী নির্বাচন করে। আগের দিনে কনে দেখতে আসলে পাত্রপক্ষ যেরকম কনের সাথে কথা বলে এমনকী হাঁটিয়ে পর্যন্ত দেখে নিতো মেয়ের কোনো খুঁত আছে কিনা, ঠিক সেরকম নারী মাকড়শাও প্রেম নিবেদনকারী পুরুষটিকে দেখে শুনে তার হাবভাব বিচার করে, তারপর সায় দেয়।

আর দেখে শুনে পাত্রকে যদি সুবিধার মনে না হয় তাহলে তাকে দিয়েই লাঞ্চটা সেরে ফেলে নারী মাকড়শাটা।

রংঢং করে যখন প্রেম নিবেদনকারী পুরুষটিকে কাছে আসতে আহবান করে, তখন সে তো খুশীতে রীতিমতো আটখানা হয়ে এগিয়ে আসতে থাকে।


তবে যারা পুরুষদের প্রতি নারী মাকড়শাদের এই নির্দয় আচরণে ক্ষুদ্ধ, তাদের জানিয়ে রাখি, মাকড়শাদের মধ্যে ক্যানিবালিজম এর চর্চা শুধু পুরুষদের উপরেই হয় তা না। এক প্রজাতির মাকড়শা আছে, যারা ডিম ফুটে বের হওয়ার পর প্রথম খাবার হিসেবে মা মাকড়শাকে ভক্ষণ করে।
যাহোক, ভাগ্য ভালো বলতে হবে, পুরুষ মাকড়শার এই করুণ পরিনতি চোখে পড়েছে বেশ কিছু সহৃদয় গবেষকের। তারা এই ব্যপারে রীতিমতো গবেষণা করে বের করেছেন বেশ কিছু সূত্র।
এই যেমন, যেসব পুরুষ খালি হাতে সঙ্গীর কাছে যায়, তাদের চেয়ে যারা কিছু একটা উপহার সাথে করে নিয়ে যায় তারা কম প্রত্যাখ্যাত হয়।

উপহার বলতে পোকামাকড় টাইপ কিছু আরকি! তাও আবার খোলা অবস্থায় নিয়ে গেলে হবে না! রীতিমতো র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে..মানে মাকড়শার জাল দিয়ে জড়িয়ে নিয়ে যেতে হবে!
চকচকে সাদা রঙ্গের জাল দিয়ে মোড়ানো পোকাই সবচেয়ে লোভনীয় গিফট। তবে এই চকচকে সাদা জালের আবার কাহিনী আছে। জাল বুনতে ভুল হলে অথবা প্রেম নিবেদনের সময়টা অনুকূলে না থাকলে প্রানের ভয়টা কিন্তু থেকেই যাচ্ছে।
উপরের সূত্রগুলোর সাথে মানুষের প্রেমের সূত্র একদম খাপে খাপে মিলে যাচ্ছে না? ঠিক যেনো দজ্জাল টাইপ কোনো মেয়েকে প্রেম নিবেদন করতে যাচ্ছে কোনো গোবেচারা ছেলে

কে জানতো মানুষের ডেটিং টিপস মাকড়শাদের জন্যেও এতো কঠিনভাবে প্রযোজ্য!
---
আরও পড়ুন:
মঙ্গল গ্রহের অন্ধকার পৃষ্ঠে ক্ষুদ্র আলোর বিন্দু! (ছবি ব্লগ)