

তেলাপোকার নামে নাম!

Bronx Zoo নামের একটি প্রতিষ্ঠান ভালোবাসা দিবস উপলক্ষে সীমিত সময়ের জন্যে এই অফারটি দিয়েছে। সেটি হলো, আপনি চাইলে তাদের সংগ্রহে থাকা প্রায় ৫৮হাজার হিসিং ককরোচের একটি বা দুইটির নাম রাখতে পারবেন। তারা আপনার দেয়া নামেই তেলাপোকাটিকে সনাক্ত করবে, আর সেই সাথে সম্মাননা হিসেবে তাদের পক্ষ থেকে আপনাকে দেয়া হবে একটি সার্টিফিকেট। (এটা যেন আবার ভাববেন না যে সেই তেলাপোকাটাও আপনাকে দিয়ে দেয়া হবে, আপনার ঘরে তো এমনিতেই প্রচুর তেলাপোকা আছে, তাইনা?)

ভালোবাসা দিবসকে সামনে রেখে দেয়া এই অফারের প্রচারণায় তারা ব্যাবহার করছে বেশ মজার একটা লাইন,
Flowers Witt, Candlelight fades, Roaches are forever. (এই কথাটার ব্যপারে আপনার কোনো আপত্তি আছে?)

তবে জানেনই তো, ভালোবাসার সাথে মানিব্যাগের খুবই সন্দেহজনক একটা সম্পর্ক আছে।

(শুধুমাত্র এই একটা কারণেই মনেহয় এই ছয় পা-ওয়ালা পোকাটা অনেকের চোখে আর্চিস বা হলমার্কের যেকোনো গিফটের চেয়ে হাজার গুন বেশি রোমান্টিক হতে পারে।)

যাহোক, আসুন এখন দেখি এই অফারটি আমরা কিভাবে নিজেদের প্রেমের ক্ষেত্রে কাজে লাগাতে পারি,
১. মানিব্যাগ ঝেড়ে পনেরশো টাকার মতো বের করুন। তারপর দুজনের নাম মিলিয়ে নাম রেখে দিন দুইটি তেলাপোকার! (চাইলে প্রেমের নিদর্শন স্বরূপ সার্টিফিকেট দুইটা একসাথে বাধিয়ে রেখে দিতে পারেন বাড়ীর সদর দরজায়।)

২. এবারের বুদ্ধিটা একটু দুই নম্বরি, মানে যাকে বলে হিটলারি বুদ্ধি। তবে টাকা একটু কম খরচ হবে।


৩. এবারের বুদ্ধিটা একেবারেই ফ্রি। সেটা হলো, এই অফার কেনার প্রয়োজন নাই। আপনার প্রিয় মানুষটির সাথে এই পোস্টটা শেয়ার করুন। তারপর তাকেই জিজ্ঞেস করুন উপরের দুইটার মধ্যে কোনটা করলে সে সবথেকে বেশি ইমপ্রেসড হতো। বিশেষ করে শত্রুর নামটা তো এই সুযোগে জেনে নিতেই পারেন!


আর আপনি যে তাকে গিফট দেয়ার জন্য হন্যে হয়ে নতুন কিছু একটা খুঁজছেন, সেটা তাকে জানানোর এর চেয়ে ভালো সময় আর কখন হতে পারে!
জানেনই তো, Love is all about caring
এটা কি চকলেট? নাকি তেলাপোকা!?


ওহ! একটা কথা বলতে ভুলে গেছি। এই অফারের সাথে আবার একটা বান্ডেল অফারও আছে। যেমন, ৩৫ ডলার খরচ করলে আপনাকে দেয়া হবে তেলাপোকা জুটির নাম, দুইটা সার্টিফিকেট, আর তার সাথে পাবেন তেলাপোকা সাইজের দুইটা চকলেট। একটু খুলে বলি, জিনিষটা আসলে পুরোটাই চকলেট, কিন্তু আকৃতিটা ওই তেলাপোকা গুলোর মতো।
সেই চকলেটের চেহারাটা একনজর দেখিয়ে এই পোস্টখানা শেষ করছি।
--- ---
আরও দেখুন এখানে
ভালোবাসা দিবসের চমৎকার কিছু কার্ড!