মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রন্ধাঞ্জলী।পবিত্র বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা।
৭১ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় বাহিনী অবধান সম্পর্কে আমরা কম বেশি জানি।আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর উপকারের ভারে চাপা পড়ে গিয়েছিল বাংলার ধন সম্পদ লুন্ঠন।
পাকিস্তান আর্মির আত্নসমর্পনের পর মুক্তবাংলায় ভারতীয় বাহিনী লুটপাটে অংশ নিয়েছিল। বাংলার সম্পদ পাচার শুরু করল।ভারতীয় বাহিনী পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্রসহ প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুটে নিয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে।মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় বাহিনীর নানা ঘটনাসহ স্বাধীনতা পরবর্তী পাকিস্তান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও বাংলাদেশীদের সম্পদ লুন্ঠন করেছিল। ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম, কলকারখানার মেশিনপত্র সবকিছুই লুট করে ভারতে পাচাঁর করতে থাকে।গোটা বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী বিশেষ করে ঘড়ি, ট্রানজিস্টার, রেডিও, টেপরেকর্ডার, ফ্রিজ, ক্যামেরা ইত্যাদি সংগ্রহ করে নিয়ে গেছে। রাজধানী ঢাকা দখল করার পর কমপক্ষে সপ্তাহ দুই দিবালোকে তারা অনেক কামের মধ্যে পছন্দসই দ্রব্যাদি যা ভারতের খোলাবাজারে সস্তায় কিনতে পাওয়া যায় না, সংগ্রহ করায় অতিশয় ব্যস্ত ছিলেন।
ভারতীয় বাহিনী নানাভাবেই এমন উপকার এখনো করে যাচ্ছেন।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২