যারা থিয়েটার করেন তারা মানুষ হিসেবে চমৎকার ব্যাক্তিত্ববান হয় এবং কিছুটা পাগলা কিসিমের আবার অতি মাত্রায় লুইচ্চা হয়.
আমার প্রিয় একজন মানুষ তিনি থিয়েটার করেন.ঘটনার পর্যায়ে আমাকে তিনি এক নাট্য কর্মশালায় নিয়ে গেছেন.তিনি অতি চমৎকার মানুষ।আমার অভিজ্ঞতায় দেখা- যারা টুকটাক ব্লগিং করেন তারা সাধারন হয়েও একজন রিক্সাওয়ালার সাথেও ভাল বন্ধুত্ব করতে পারেন আবার একজন উচ্চ শ্রেণীর মানুসষদের সাথেও আন্তরিক হয়ে উঠেন।এটা আমার বাস্তব অভিজ্ঞতায় দেখা।যারা থিয়েটার করেন তাদের মাঝেও এটা আমি লক্ষ্য করেছি।আমি একদিন থিয়েটার কর্মী হয়ে গেছিলাম । ক্লাসের রিহার্সেল হচ্ছিল এবং নাট্যশাস্ত্রে রস নিয়ে বোঝাচ্ছিলেন।আমি যা বোঝেছি তা আপনাদের সাথে রস নিয়ে ফ্রী জ্ঞান বিতরন করব ।
মানুষের মুখায়ব দিয়ে ৮ প্রকার এক্সপ্রেসন দেয়া যায়।যারা থিয়েটার করেন তারা জানেন।
নাট্যশাস্ত্রে রস ৮ প্রকার। এগুলো হলো
−শৃঙ্গার রস, হাস্য রস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক রস, বীভৎস রস ও অদ্ভুতা রস।আদতে রস ৯ প্রকার।
−শৃঙ্গার, বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বীভৎস, রৌদ্র ও শান্ত।
১. শৃঙ্গার: প্রেমে পড়লে যে এক্সপ্রেসন আসে তা শৃজ্ঞার রস। নরনারীর দৈহিক সম্ভোগের ইচ্ছায় প্রেমপ্রকাশে এই রস মানে অতি খুশি।
২. বীর: সাহসী ,দয়া, ধর্ম, দান এবং যুদ্ধের নিমিত্তে এই রস দেখা যায়।
৩. করুণ: প্রেমে ব্রেকাপ হলে,প্রেমে ছ্যাকা খেলে প্রিয়জন হারালে ইত্যাদিতে এই রসের সৃষ্টি হয়। মূলত শোকের ভাব প্রকাশ পায়।
৪. রৌদ্র: তেজি ভাব থেকে এই রস আসে।ভয়ঙ্কর রূপ হলো এই রস।
৫. অদ্ভুত: আশ্চর্যজনক কোনো বিষয় উদ্ভুত অথবা বিস্ময়কর ভাবই হলো অদ্ভুত রস।
৬. ভয়ানক: । বিপদজনক বা ভীতিপ্রত কোনো বিষয় থেকে মুখাবয়বে এই রস আসে।
৭. বীভৎস: কুৎসিৎ বিষয়ের প্রতি ঘৃণা থেকে বিভৎস রসের সৃষ্টি হয়।
৮. হাস্য: হাসি/ঠাট্টা অথবা কৌতুকজনক আচরণ থেকে এই রসের উদ্ভব হয়।
৯. শান্ত: মনে মনে যে সুখ আসে তা হল শান্ত রস।
আরো এক প্রকার রস পাওয়া যায় তা হল সন্তানের প্রতি স্নেহ থেকে যে রস আসে তা বাৎসলৎ রস।
রস নিয়ে যারা বিস্তারিত পড়তে চান তাহারা লিংকে ঘুতা মারেন।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩