তরুণ তরুণীরা পাগলামোর মধ্যে দিয়ে তাদের প্রতিভা প্রকাশ করতে পছন্দ করে ।সোস্যাল নেটওয়ার্কে তারুণ্যের আরেক পাগলামি নাম মানেকেন চ্যালেঞ্জ (Mannequin Challenge) ।
মানেকেন মানে - পোশাক প্রদর্শেনর উদ্দেশ্যে ব্যবহৃত যে মোম বা কাঠের মূর্তি দোকানে সাজিঁয়ে রাখা হয় ।
মানেকেন চ্যালেঞ্জ একটি ভাইরাল ইন্টারনেট ভিডিও প্রবণতা যেখানে মানুষ মোম বা কাঠের মূর্তি মত যে যেখানে যে অবস্থানে আছে সেভাবে নিথর থাকতে হয় এবং ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় ।সেই ভিডিও ব্যাকগ্রাউন্ডে Rae Sremmurd - Black Beatles গান বাজানো হয় । পরে ফেসবুক অথবা Instagram জনপ্রিয় সামাজিক যোগাযোগ মিডিয়া প্লাটফর্মে হ্যাশট্যাগ ( #MannequinChallenge ) দিয়ে পাবলিশড করে ।
মানেকেন চ্যালেঞ্জ শুরু হয়েছিল 12 অক্টোবর, 2016 ফ্লোরিডা র জ্যাকসনভিল্লের ছাত্রদের দ্বারা ।বলা হয়েছে এই ভিডিও দ্বারা বিভিন্ন কাজের গ্রুপ ,পেশাদার ক্রিড়াবিদ অনুপ্রাণিত হয়েছে ।
আমাদের দেশে ছেলেমেয়ে এখনো মানেকেন চ্যালেঞ্জ নিয়ে পাগলামী করতে দেখতে পাইনি ।পশ্চিমা বিশ্বের ছেলেমেয়েদের অনুসরণ করে আমাদের দেশে পৌছতে কতক্ষন ?
চলেন , এবার পাগলামী দেখি মানে মানেকেন চ্যালেঞ্জ
এইরে
দেশেও শুরু হয়ে গেছে -নেট ঘেটে পাইলাম ।
তবে দেশের মানেকেন চ্যালেঞ্জ ওয়ালারা রুলস মানে নাই ।যার যার ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে ।
ধন্যবাদ সবাই কে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬