জীবন খুব ছোট ।সময় গুলোকে মূল্য দিচ্ছি না।জীবনের সময় দ্রুত চলে যাচ্ছে। জীবনের ঘড়ি যখন থেমে যাবে -কিছুই করার থাকবে না।
সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে মৃত্যুর কাছাকাছি চলে যাই তবুও টাকা ধরা দেয় না। জীবন যেভাবে যাচ্ছে,সেভাবেই যেতে দিন ।
হাজার মাইল দৌড়ালেও লক্ষ্যে পৌছানো যায় না।
কিছুদিন আগে একটা নিউজ দেখলাম -সবার জন্য খাদ্য নিশ্চয়তা এবং খাবার অপচয় রোধে সভা সেমিনারে বিশাল খাবার অপচয় করেছেন ।সম্মানিত অতিথিদের যে খাবার দেয়া হয়েছে তারা তা খাননি ।কিন্তু সেমিনার ছিল খাবার অপচয় রোধ করা ।
সভা ,সেমিনারে না করে সমস্যা সমাধান করা উচিৎ ।
নিজেকে শো অফ করা থেকে বিরত থাকুন প্লিজ
মানুষের রক্তের কোন মূল্য নেই ।তবে রাস্তায় ডিব্বা থেকে কেন এত রং পড়ল এ নিয়ে চিন্তিত সবাই ।
গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিয়ে আমরা ফালতু জিনিস নিয়ে মেতে থাকি ।
আমি তাকে সাহায্য করার চেষ্টা করছি -সে কিনা আমাকেই মেরে ফেলতে চাইছে
আমার কাছের মানুষ শত্রু ।সেটা আমি কখনোই জানি না।শেষ বেলায়ও তাকে ভালবেসে যাই
পৃথিবী দেখার জন্য ,বই আপনার জানালা ।
ভার্চুয়াল সোস্যাল লাইফ ।মারাত্বক নেশা ।এ নেশা থেকে বেরিয়ে পরিবারে সোস্যাল নেটওয়ার্ক তৈরি করুন ।
মানবিক মূল্যবোধ হারিয়ে আমরা অপরের অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছি
আরো কইয়েক্টা ছিল কিন্তু সামু আর নিচ্ছে না।
সংগ্রহ -ইন্টারনেট ।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৪