চাইনীজ ব্যাখ্যা মতে -হাতের পাঁচটি আঙুল পরিবারের সম্পর্কে নির্দেশ করে ।
বৃদ্ধাঙ্গুলী (প্রথম আঙুল)- পিতা-মাতা
তর্জনী (দ্বিতীয় আঙুল)- ভাই-বোন
মধ্যমা (তৃতীয় আঙুল)- নিজেকে
অনামিকা (চতুর্থ আঙুল)- জীবন সঙ্গী (স্বামী/স্ত্রী) কে
কনিষ্ঠা (পঞ্চম আঙুল)- সন্তানদের কে
কেন বিয়ের আংটি অনামিকা আঙুলে !!!
চীনা মতবাদনুসারে -
পাঁচ আঙুলের সঙ্গে জীবনের পাঁচ গুরুত্বপূর্ণ সম্পর্ক জড়িয়ে থাকার ইঙ্গিত রয়েছে।
উপরের ছবিটার দিকে তাকান ।
এবার পড়ুন
আপনার আঙ্গুলকে এই পজিশনে রাখলে আপনি আপনার বৃদ্ধাঙ্গুলী কে আলাদা করতে পারবেন না। তার মানে হচ্ছে এক সময় আপনার বাবা-মা আপনার থেকে আলাদা হয়ে যাবে l সেই একই ভাবে আপনি আপনার তর্জনীয় আলাদা করতে পারবেন ,সো দেখা যাচ্ছে আপনার ভাইবোনও আপনার থেকে আলাদা হয়ে যেতে পারে lএবার আপনার কনিষ্ঠ আঙ্গুল যার মানে আপনার সন্তানও আপনার থেকে আলাদা হয়ে যেতে পারে l এই অবস্থায় আপনি আপনার অনামিকা আঙ্গুলটাকে আলাদা করার চেষ্টা করুন, দেখবেন অনামিকাকে আলাদা করা যাচ্ছে না l
অনামিকাকে আলাদা করার চেষ্টা করলে দেখা যায়, অনামিকা আঙুলে প্রভাব পড়ছে ।
আলাদা করার চেষ্টা করলে পরিবারে সুখ শান্তি বিনষ্ট হয় ।
এই কারনেই সারাজীবন একসাথে থাকার শপথ নিয়ে অনামিকা আঙুলে আংটি পড়ানো হয় ।
নীচের দেড় মিনিটের ভিডিও থেকে ব্যাপারটা আরো ক্লীয়ার বোঝতে পারবেন -
ধন্যবাদ সবাইকে
তথ্য সংগ্রহ - ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫