‘ডয়চে ভেলে’ কী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিতে চায়!!!!!!!!!!!!!!!!
জার্মানির আন্তর্জাতিক প্রচার মাধ্যম ডয়চে ভেলে কী বাংলাদেশে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিতে চায় ! এ লক্ষ্যে তারা সরকার বিরুধী বাংলাদেশী ব্লগারদের ‘ইউজার প্রাইজ’ নামে পুরস্কৃত করেছে!
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ব্লগার ও সাংবাদিকদের উপস্থিতিতে গতকাল বনে ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামে এ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশী তিন ব্লগার হলো ব্লগার আবু সুফিয়ান, আসিফ মহিউদ্দিন এবং সুড়ঙ্গু-নিয়াজ।
ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সাংবাদিক হত্যা, নির্যাতনের ঘটনায় একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে রিপোটার্স উইদাউট বডার্স৷ গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় নিজ বাসভবনে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি৷ অথচ এখনো কাউকে গ্রেপ্তার বা খুনের কারণ আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনী৷ এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্লগারদের রাজপথে নিয়ে গেছেন সুফিয়ান৷”
এজন্য পুরস্কার পেল আবু সুফিয়ান।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ আর নাস্তিকতার শীর্ষে থাকায় পুরস্কার পেল মুসলমান নামধারী হিন্দু ব্লগার আসিফ মহিউদ্দিন!
অর্থাৎ পাবলিককে রাজপথে নামানো, সরকারের বিরুদ্ধে পরিকল্পিত বিষোদগার, তথ্য সন্ত্রাস আর মুসলিম বিরোধী সেন্টিমেণ্ট তৈরীতে মদদ দিচ্ছে ‘ডয়চে ভেলে’!!
এরুপ লোকদের পৃষ্ঠপোষকতার নামে ‘ডয়চে ভেলে’ কী বাংলাদেশে ‘বাংলা বসন্ত’ চায়!
কারণ তাদের তথাকথিত ‘আরব বসন্তে’র মাধ্যমে তো তারা বিনা বাধায় আরবে ঢুকে গেছে। এখন কী বাংলার পালা!!!!!!
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ রাত ১০:২৮