সুরঞ্জিতের ঘুষ কেলেঙ্কারির ঘটনা আড়াল করতেই সরকার ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষ কেলেঙ্কারির ঘটনা আড়াল করার জন্য সরকার ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করে আরেকটি ঘটনা তৈরি করেছে।”
“বিরোধী মতকে স্তব্ধ করতে দেশে প্রতিনিয়ত গুম-হত্যার ঘটনা ঘটানো হচ্ছে। তিন বছরে ৯৭ জন রাজনৈতিক কর্মীকে গুম করা হয়েছে”, অভিযোগ করেন তিনি।
গত মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার। পলিশ তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করলেও সাবেক সাংসদ ইলিয়াসের খোঁজ পায়নি তিন দিনেও।
ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে এর ঠিক এক দিন আগে রেলমন্ত্রীর পদ থেকে সরে যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।
ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তিন দিনেও তার খোঁজ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
ইলিয়াস আলীর অন্তর্ধান এবং কারাবন্দি সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “ইলিয়াস আলীর গুমের ঘটনার পর দেশের মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি নেই। এমন দেশে আমরা বাস করছি, যেখানে মানুষের নিরাপত্তা নেই। রাজনীতি করি বলে আমরা তো কোনো পাপ করিনি।”
ইলিয়াস আলীকে ‘গুম’ করার অভিযোগে বিএনপি ডাকা রোববারের হরতাল সফল করার জন্য নেতা-র্কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পুরান ঢাকার হাজারীবাগ-লালবাগ-বংশাল-চকবাজার-কোতোয়ালি বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এই আলোচনা সভার আয়োজন করে।
‘খুনীদের আগলে রেখেছেন তিনি’
বর্তমান সরকার গত তিন বছরে সাড়ে সাত হাজার মামলা তুলে নিয়েছে অভিযোগ করে ফখরুল ইসলাম বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনীদেরও রাষ্ট্রপতি মাফ করে দিয়েছেন। ওইসব সন্ত্রাসী, খুনী, হত্যাকারী ছাড়া পেয়ে এখন আওয়ামী লীগের ভেতরে আশ্রয় নিয়েছে। মুরগি যেভাবে বাচ্চাদের আগলে রাখে, ওই দলের নেত্রী তাদের সেভাবে আগলে রাখছেন।”
ইলিয়াস আলী ‘নিখোঁজের’ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও সমালোচনা করেন ফখরুল।
তিনি বলেন, “ইলিয়াস আলীর গুমের ঘটনাকে তিনি (প্রধানমন্ত্রী) নাটক বলেছেন। তার এ রকম বক্তব্যে মনে হচ্ছে- তিনি এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছেন।”
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:০৮