ডাম্বুলা, ২০ এপ্রিল: শ্রীলংকার মধ্যাঞ্চলে একটি মসজিদের ওপর ভিক্ষুদের হামলার পর স্থানীয় মুসলমানদের শুক্রবারের নামাজে পড়তে দেয়া হয়নি।
ডাম্বুলা শহরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শ্রীলংকার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের প্রায় দু’হাজার মানুষ মসজিদটি ভেঙে ফেলার দাবিতে মসজিদের বাইরে বিক্ষোভ করেছে।
মসজিদ থেকে সব মুসুল্লিদের সরিয়ে নেয়া হয়েছে এবং জুমার নামাজ বন্ধ করে দেয়া হয়েছে। মসজিদ লক্ষ্য করে ছোঁড়া পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। ডাম্বুলার মসজিদটি প্রায় ৫০ বছরের পুরনো।
এলাকার বৌদ্ধ ভিক্ষুরা ওই মসজিদটি বন্ধ করে দেবার দাবিতে শুক্রবার বড়ধরনের বিক্ষোভের আয়োজন করেছিলো। এই বিক্ষোভের ঠিক আগেই মসজিদ পরিচালনা বোর্ডের একজন সদস্য বলেন মসজিদ লক্ষ্য করে গভীর রাতে পেট্রলবোমা বা ওইধরনের কোনো বোমা ছোঁড়া হয়।
বহু বৌদ্ধ মনে করে ডাম্বুলা তাদের জন্য পবিত্র শহর ।
গত সেপ্টেম্বর মাসেই ডাম্বুলার অদূরে অনুরাধাপুরায় একজন বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্বে জনতা মুসলমানদের একটি মাজার ভেঙে ফেলে।
উল্লেখ্য গত ৭-৮ এপ্রিল হায়দরাবাদে মুসলিম বিরুধী দাঙ্গার পর এবার শ্রীলংকায় মসজিদের উপর বৌদ্ধ ভিক্ষুদের হামলার ঘটনা ঘটলো।
সূত্র: বিবিসি।