#স্পয়লার_নাই
অবশেষে!! দেখে আসলাম বিভিএস ঃ ডন অফ জাস্টিস!
এবং অনেক কিছু ক্লিয়ার হল । অনেকগুলা অভিযোগ ছিল এই মুভি নিয়ে । যার ভিতর একটা হল - এইটা জাস্ট কমিক্স ফ্যানরাই বুঝবে ----
যারা এখনো দেখেন নি , কনফিউজড - তাদের বলছি - আপনি যদি ইংরেজী ভাষা বুঝেন, তাইলেই আপনি এই মুভি বুঝবেন - এটা বুঝার জন্য জিরো কমিক্স নলেজ লাগে । কেউ যদি এই মুভির কোন অংশ না বুঝে থাকেন আমাকে বলতে পারেন, আমি কমিক্স / এনিমেশন রেফারেন্স ছাড়া জাস্ট এই মুভি আর ম্যান অফ স্টিল থেকে স্টোরি এক্সপ্লেইন করে দিব - বাড়তি ৩০ মিনিট ( যেটা ব্লু রে / ডিরেক্টরস কাট এ আসবে, সেটা ) ছাড়া । হ্যা - ভাল হয় দেখতে যাওয়ার আগে ম্যান অফ স্টিল টা আরেকবার দেখে গেলে - ম্যান অফ স্টিল যে বুঝবে, এই মুভি তার কাছে পানি ।
আরেকটা অভযোগ ছিল - এই মুভিতে জোক নাই । কিছু টা ঠিক, জোক নাই, কিন্তু হিউমার নাই এটা বলা যাবে না - আলফ্রেড আর ব্রুসের ডায়লগে সবসময়ই হিউমার থাকে - এই মুভিতেও আছে । কিছু কিছু জায়গায় কোন কোন ক্যারেক্টার কে বোকা বনে যেতে দেখেও আপনার হাসি আসতে পারে । তবে হ্যা, অবশ্যই সিলি লেভেলে নামিয়ে নিয়ে যাওয়া হয়নি - পুরা মুভিটা এক কথায় ছিল একটা "ভিজুয়াল মহাকাব্য" - এইখানে সস্তা রসিকতা আপনি আশা করতে পারেন না ।
এইবার আসি ক্যারেক্টার গুলাতে - প্রথমেই লেক্স লুথার - এটা অনেক কমিক্স ফ্যানের ও অভিযোগ ছিল যে জেসি আইজেনবারগ লেক্স লুথার কে পুরাই ডুবিয়ে দিয়েছে -- ওয়েল কমিক্স ফ্যানদের হতাশা আমি বুঝতে পারি । জাস্টিস লীগ আনলিমিটেড এর সেই টাক্কু , পরিণত বয়সের সিরিয়াস লেক্স লুথার নাই এই মুভিতে । কিন্তু , আপনি যদি কমিক্স রিডার না হন - তা হলে লেক্স কে নিয়ে আপনার কোন অভিযোগ থাকার কথাই না! ক্যারক্টার পারসোনালিটি কমিক্স এর মত হয়নাই এট ঠিক -- কিন্তু একজন মাস্টার ম্যানিপুলেটর হিসাবে লেক্স লুথার পুরাই সফল ছিল । ওর গেমপ্লন আপনি বুঝবেন আস্তে আস্তে - সে সারাক্ষন ফাইজলামি করতেছে, কিন্তু তার প্রতিটা স্টেপ ইম্পরট্যান্ট - আমি বলব লেক্স লুথার আমাকে এমিউজ করেছে!
হেনরি কেভিল - কাল এল - সুপারম্যান - ক্লার্ক কেন্ট ---- ( ব্যাটার দেখি অনেক নাম !!! ) সত্যি কথা হল আমি ডিসি ফ্যান, কিন্তু কিছু ক্যারেক্টার আছে যাদের আমার ভালোও লাগে না, খারাপ ও লাগে না - মাঝে মাঝে একটূ খারাপ লাগে । সুপারম্যান সেই লিস্টের একদম উপরে --- ছিল । আমি ভাবতাম এই অল পাওয়ারফুল বিয়িং টা - সুপারম্যান - অনায়াসেই সব করতে পারে - একজন হিরোর স্ট্রাগল তো তার করা লাগে না । ওয়েল ফোকস! আমি এখন অফিসিয়ালি সুপারম্যান ফ্যান! পাবলিক ওপিনিওনের সাথে নিজেকে খাপ খাইয়ে চলা, নিজের কাছের মানুষগুলোকে বাচাবার জন্য সেক্রিফাইস,যেই শহরের মানুষগুলা তাকে বিতর্কিত করে তুলেছে নিজের ক্ষমতার সরবোচ্চ ব্যাবহার করে তাদেরকেই রক্ষা করা -- এইসব কাল এল কে যেমন সুপার করেছে ; তেমনি নিজের বাবার আইডিওলজিকে ধারণ করা, মায়ের উপর নির্ভরতা, লুইস লেনের প্রতি প্রেম - তাকে একজন "মানুষ" বা ম্যান করেছে --- হেনরি কেভিল সুপারম্যান কে ম্যান আর সুপার - দুই দিক দিয়েই নিয়ে গিয়েছে এক অন্য উচ্চতায় ।
ব্যাটম্যান - এটা নিয়ে বলার কিছু নাই । সবাই বলেছে - ব্যাড ক্রিটিকরাও বলেছে -- বেস্ট ব্যাটম্যান এভার ইন সিনেমাটিক ইউনিভার্স । ব্যাটম্যানের গেমপ্লেন, ডিটেক্টিভ ওয়ার্ক, কমব্যাট স্কিল, ড্রাইভিং স্কিল - ( নরমাল গাড়ি আর ব্যাটমোবিল দুইটাই wink emoticon ) -- সবকিছুই ছিল --- ওয়েল সব কিছুই ছিল ব্যাটম্যানের মত! ব্যাটম্যানের "ম্যাগনিফিসেন্ট ব্রেইন আর টু বিগ হার্ট" -- সব ছিল পারফেক্টলি!
স্নাইডারের ডিরকশন -- গুড । স্টোরি ঝুলে যায়নাই কোথাও । মনে হল নোলানের কাছ থেকে একটু ইনফ্লুয়েনসড, একেকটা সিকোয়েন্স দেখার সময় হঠাত করে আগের সিকোয়েনসের সাথে রিলেশনটা নাও বুঝতে পারেন - কিন্ত একটু দেখতে থাকলেই বুঝে যাবেন । ম্যান অফ স্টিলেও এমন করেছিল সে - ক্লার্ক কেন্ট এর অরিজিন দেখানোর সময় ।
মুভির সিনেমাটোগ্রাফি - বেস্ট এভার!! এইটা আপনি বলতে পারেন যে কমিক্স রিডার দের জন্য - কয়েকটা সিন মনে হয়েছে যেন কমিক্স এর পাতা থেকে নেয়া - স্পেশালি কবরস্থানের সিন । কমিক্স এলিমেন্ট / রেফারেন্স অল্প একটু আছে - বাট সেটা মুল স্টোরিতে তেমন কোন ইম্প্যাক্ট রাখে নাই - কাজেই আপনি ওইটাকে যেভাবে দেখানো হইছে সেভাবে বুঝলেই হবে - আর কমিক্স পড়া থাকলে বা জানা থাকলে একটু স্পেশাল মজা পাবেন এই যা । এখন ভাবছেন গ্যাল গ্যাডট রে নিয়ে লেখিনাই কেন? কারণ সে ছিল কিছুটা গেস্ট ক্যারেক্টার - তার এক্সপ্লানেশন এই মুভির বিষয় না ।
হ্যানস জিমারের শেষ কাজ ছিল - মুভির মিউজিক -
অ - সা - ধা- র - ণ ! ! ! !
মিউজিক আর সিনেমাটোগ্রাফির মিলনেই এটা একটা মহাকাব্য হয়ে উঠেছে!! থ্রিডি - প্রথম দিকে জোস ছিল, শেষের দিকেও খারাপ না । মাঝখানের দিকে এভারেজ । বাট ওপেনিং ৫ - ৭ মিনিট হল সবচে জোস -- সিনেমাটোগ্রাফির কাজ দেখবেন!!
তো আর দেরী ক্যান?? যারা দেখেন নাই - এক্ষন দৌড়ান! এই জিনিস থ্রিডি না দেখলে কিন্তু মিস! আমি আবার যাচ্ছি দেখতে শীঘ্রই ---
স্নাইডার রুলস!!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭