টাইটেলেই সব কথা বলে ফেলছি আসলে। তারপরেও বিস্তারিত পড়তে চাইলে বা দেখতে চাইলে আসেন দেখে নেই টপ ১০০ ব্লগের একটা লিস্ট । এবার সেই লিস্টের ১ নাম্বারে থাকা ব্লগের লিঙ্কে চলে যান। এইবার আসেন এই ব্লগের একটা হিট পোস্ট কমেন্টসহ দেখি ।
কি দেখলেন? আইছি, খাইছি, ঘুমাইছি, কবিতাটা মেইলে পাডান - এইরকম কোন মন্তব্য দেখেন? দূর্যোধনের পোস্ট আর কি শেয়ার হয়!! উপরের লিঙ্কে মিশেল ওবামারে নিয়া এই পোস্টের শেয়ার দেখেন। ব্যাপক!।
এইবার আসেন দেখি আমাদের প্রানপ্রিয় ব্লগ সামুর অবস্থা। এইখানেও বেশ ভালো ভালো ব্লগার আছে। অনেকেই ভালো লেখে বা তাদের লেখার ক্ষমতা আছে। কিন্তু সামুর আসল চিত্র কি?
কমেন্ট সিরিয়াল ১
কমেন্ট সিরিয়াল ২
কমেন্ট সিরিয়াল ৩
আচ্ছা, এইবার দেখেন তাদের ব্লগিং পরিসংখ্যান = এতো কমেন্ট!! কেমন কমেন্ট সেইটাতো আগেই দেখলেন।
আবার দেখেন তাদের মাসিক পোস্টের সংখ্যা
এক মাসে ৩৮ টা পোস্ট!!! সেপ্টেম্বরের ৫ দিন গেলো, এর মইধ্যে ৮টা পোস্ট দেয়া শেষ! এই মাসে তো হাফ সেঞ্চুরী মাস্ট। বেশী পোস্ট দিলে কি সমস্যা!! নারে দাদা, পোস্ট যদি ফেসবুকের মতো এমন হয় তাইলে সমস্যা।
পোস্টের সিরিয়াল ১
পোস্টের সিরিয়াল ২
তো, পুরানো ব্লগারগন কেউ কিছু কয়না!! কয় মানে!! এই দেখেন।
বাদানুবাদ ১
বাদানুবাদ ২
কিন্তু কি লাভ তাতে!!
ইনাদের মতো এরকম অনেক ব্লগার আসেন ফেবুকের বাংলা ভার্সন (সামু) তে ঘুরতে। কে বুঝাবে এদের!! বুঝাইতে গেলেও বুঝেনা। উলটা ঝাড়ি ঝুড়ি মারে। কারন!! কারন এরা সামুতে ঢুইকাই দেখছে এইখানে মানুষ কাথা বালিশ নিয়া চ্যাটিং করে। ইয়াহু মেসেঞ্জার এর ব্যবসা বন্ধ কইরা এরা সামুতে চ্যাটরুম খুলছে। ব্লগে যেনো চ্যাটিং এর অপশন থাকে সেই আবেদন ও জানানো শেষ। যদিও এই কিসিমের ব্লগার আগেও ছিলো। কিন্তু কথা হইলো - এর কি প্রতিকার!
দাদারা, ব্লগ যেমন মেসেঞ্জার নয় তেমনি ফেসবুক ও নয়। জুখারবার্গ এতো কষ্ট কইরা ফেসবুক দাড় করাইলো, আর আপনেরা ব্লগটারে ফেসবুক বানাইয়া বইসা আছেন!!
ফিউশন ফাইভ এর মতে - "সাহিত্যের প্রতি আমার বিরাগ নেই, বরং ভালোবাসা আছে। ব্লগে যারা সাহিত্যচর্চা করছেন, তাদের সম্পর্কে কমবেশি আমার ধারণা উঁচুই। কিন্তু বিশ্বব্যাপী যে ধারণা নিয়ে ব্লগের জন্ম হয়েছে, সারা বিশ্বে সেই শুরু থেকে এখন পর্যন্ত প্রচলিত ব্লগট্রেন্ডকে আমি কিংবা আপনি চাইলেই উল্টে দিতে পারি না। প্রকৃত ব্লগিং মানে হল নাগরিক সাংবাদিকতা। রাজশাহীতে ঈদের চাঁদ দেখার খবরটি যিনি দিচ্ছেন, পুরান ঢাকায় দালান ধসে পড়ার খবর যিনি মুহূর্তে ব্লগে তুলে দিচ্ছেন, প্রকৃত ব্লগিং সেইটাই। এর বাইরে ব্লগিংয়ের ডালপালা আরো আছে, কিন্তু সাহিত্যের স্থান সেখানে নেই। দুনিয়ার কোথাও নেই। কিন্তু প্রধানত সামহোয়্যারইনকে ঘিরে বাংলাব্লগের ধরনটা দিনে দিনে এমনভাবে গড়ে ওঠেছে, যার প্রায় পুরোটাই সাহিত্যনির্ভর। সাহিত্যপ্রেমী বাঙালি অনলাইনে ছড়া-কবিতা-গল্প লেখালেখিকে একধরনের ব্লগিং ভাবছে। কিন্তু সেটি ভুল, পুরোপুরি ভুল। তবে সাহিত্য নিয়ে ব্লগ যে একেবারে নেই, তা নয়। কিন্তু তার রূপ ভিন্ন, বাংলাব্লগে কবিতা-ছড়া-গল্প-উপন্যাস সহযোগে সাহিত্যচর্চার যে রূপটি দেখি সেরকম নয়। কেউ হয়তো দুনিয়া ঘুরে ঘুরে তার অভিজ্ঞতাগুলো ব্লগে লিখছেন, পশ্চিমে সেটাকেই 'সাহিত্য' হিসেবে দেখা হচ্ছে।
আরো নিশ্চিত হতে চাইলে বিশ্বের সবচেয়ে নামি ব্লগ সার্চ ইঞ্জিন টেকনোরাতির টপলিস্টে চোখ রাখুন। বিশাল সেই তালিকায় যেসব ব্লগ অন্তর্ভূক্ত, তার কোনোটি সংবাদভিত্তিক, কোনোটি প্রযুক্তিভিত্তিক, কোনোটি অন্য বিষয়ের। কিন্তু বিষয় হিসেবে সাহিত্য সেখানে নেই, নামগন্ধও নেই।"
পোস্টের লিঙ্ক
আমরা শুরুতেই টেকনোরাতির লিস্ট ও একটা ব্লগে ঘুরে এসেছি। তো, আপনারা নিশ্চই বুঝতে পারছেন আসলে ব্লগিং কি আর আমরা সামুতে কি করতেছি!!
দাদারা, বাঙ্গালীদের বেশী কথা বলার রোগ আছে। কিন্তু আমরা যদি শুধু ভ্যালুলেস কথাই বলি, তাইলে আমাদের উত্থান আর কোনদিন হবেনা। সামুর যে শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগান। সুস্থধারার ব্লগিং করেন। সাহিত্য বা শিল্পচর্চাকে খারাপ চোখে দেখিনা এবং সামুতে সেটা থাকুক; কিন্তু সামুতে যদি মেসেঞ্জার চর্চা চলে তাহলে খুব খারাপ। এইভাবে বেশীদিন চলতে দেয়া যায়না।