ব্লগে প্রায়ই আমরা দেখি সাময়িক পোস্ট লিখে ব্লগাররা পোস্ট করে থাকে। সেসব সাময়িক পোস্ট এর গন্তব্য ড্রাফট হওয়ার কথা থাকলেও প্রায়ই সময়ই তা হয়না। নতুন সাময়িক পোস্ট এর কথা তো আমরা সবাই কম বেশী জানি, চলুন দেখা যাক কিছু পুরনো সাময়িক পোস্ট যেগুলো এখনো ঝুলে আছে।
শুরুতেই চোখ বুলিয়ে নেই ব্লগার সুফিয়ান ডট কম এর তরমুজ চেনার উপায় কি শিরোনামে সাময়িক পুস্ট(!) এ। আপনি মন্তব্যগুলো পড়লেই জানতে পারবেন ব্লগাররা কম বেশী তরমুজ প্রিয়। ব্লফার উদাসী স্বপ্ন তার জীবনের একটি গল্পও শেয়ার করেছেন এখানে।
গুরু গোলাপ পোস্ট দিয়েছিলেন ডুপ্লেক্স বাড়ির ফ্লোর চান বলে। একজন আবার তাকে সত্যি সত্যি ফ্লোর প্ল্যান এর ছবি ঢরিয়ে দিলেন। সেটা পাওয়ার পর ও তার এই পোস্ট এখনো ঝুলে আছে।
ব্লগার কামাল_কক্সবাজার এর হয়তো অর্থনীতি সম্পর্কে জ্ঞান কম ছিলো তাই তিনি সাময়িক ট্যাগ লাগিয়ে জিজ্ঞেস করে ফেললে - ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের পার্থক্য কি ? বিজ্ঞ ব্লগার রা বেশ ভালোভাবে বুঝিয়ে দেয়ার পর ও তিনি সেটাকে বুঝলিয়েই রাখলেন।
ব্লগার নামহীনা জানতে চেয়েছিলেন কোন মোবাইলের ইন্টারনেট বিলিং কেমন? এটা জানার পর ও তার পোস্ট কেনো ঝুলিয়ে রেখেছেন সেটা জানা যায়নি।
ব্লগার আউলা তার সাময়িক মন খারাপ পোস্টে ববিতার ছবি লাগিয়ে বেশ লাইক/কমেন্ট আদায় করে নিয়েছিলেন দেখতে পাবেন। তার মন খারাপ মনে হয় এখনো আছে।
ফেরারী পথিক হেল্প এর পর প্লিজ যুক্ত করেছিলেন, কিন্তু সাময়িক লিখেও সেই পোস্ট না সরানোতে কেউ তাকে বলেনি - ভাই প্লিজ, পোস্ট ড্রাফট এ নেন।
ব্লগে বেচাকেনা চলে, এটা উদ্ভট আপন এর এই পোস্ট থেকে জানতে পারবেন। জানা যায়নি ব্লগার অবশেষে এই সেট বিক্রী করতে পেরেছেন কি পারেন নি।
ব্লগার মাহবু১৫৪ জিজ্ঞেস করেছিলেন চুল পরা রোধে কি করনীয় । এই পোস্ট ১১ জন প্রিয়তে নিয়ে বুঝিয়ে দিয়েছেন মানুষ চুল পরা নিয়ে কতটা উতকন্ঠিত।
ব্লগার তিতাস একটি নদীর নাম সাময়িক ট্যাগ করে বোর্ডের বই কোন ওয়েবসাইট থেকে পেতে পারেন জিজ্ঞেস করে বুঝতে পারলেন একি সমস্যা আরো অনেকের আছে।
ডোরা রহমান কেনো রিসোর্টের সম্পর্কে জানতে চেয়েছিলেন জানা যায়নি, তবে এরপর ১৯ টা পোস্ট করলেও তিনি সেই পোস্টটি সরিয়ে নেননি।
ব্লগার রাতমজুর এর আনাড়ি শটস এর পোস্টটিও সাময়িক ছিলো। কিন্তু এরপর বিনা কারনেই সেটা স্থায়ী হয়ে গিয়েছে।
আিমওআমরা যখন পোস্ট দিয়েছিলেন যে ল্যাপটপ কিনার ব্যাপারে পরামর্শ চান, তিনি কি ভেবেছিলেন এতোটা সাড়া পাবেন?
বুলবুল আহমেদ পান্না গেম পাগল হতে পারেন। কিন্তু "Load Runner" নামের একটা পুরান গেম (১৯৯০/৯১ সালের) এর সন্ধান কারো কাছে থাকলে একটু আওয়াজ দিয়েন। বিশেষ প্রয়োজন শিরোনামের পোস্টটি না সরিয়ে তিনি বুঝিইয়ে দিলেন সাংবাদিক নামের ব্লগার শুধু সাংবাদিক নন, স্প্যামার ও বটে।
একই ব্লগার এর আরেকটি পোস্ট দেখুন - বৈশাখী মেলায় যাইতে চাই । এবং মজার ব্যাপার হলো এতা অতি সাময়িকি পোস্ট ছিলো। [সাড়ে ৩ বছর গেলো দাদা, কিউসেকের পর কিউসেক পানি গড়ালো পদ্মায়, আপনার অতি সাময়িকি শেষ হলোনা!! ]
ব্লগার মুছাব্বির কে নাম দেয়া যায় দি সমস্যা! উনার বেশ কিছু পোস্ট আছে সমস্যা নিয়ে, উবুন্টু সমস্যা, টালি সমস্যা, ভয়েস মেসেঞ্জার সমস্যা, টেকি সমস্যা ইত্যাদী ইত্যাদী। এর মাঝে টালি নিয়ে তার করা সাময়িক পোস্ট এর মেয়াদ পেরিয়েছে সাড়ে ৩ বছরের মেইল ফলক।
এমনি ভাবেই - আরজুপনির রক্তের প্রয়োজন , স্বাধীকার এর পাসোয়ার্ড চাই , আই লাভ ব্লগিং এর এই ছবিটা কার বানানো, আজাদ আল্-আমীন এর মজিলার কি একটা আছে , ষড়জ এর ভ্রমন্সঙ্গী খুজছি অথবা টনি'র সবাই দোয়া করুন পোস্টগুলি প্রথমে সাময়িক থাকলেও পড়ে সেগুলো স্থায়ী হয়ে যায়।
কিছু কিছু সাময়িক পোস্ট কিন্তু আপনাদের মপ্নতব্য সহকারে পড়া উচিত। মন্তব্যে মন্তব্যে লুকিয়ে আছে ফান ও তথ্য।
ব্লগার ফিউশন ফাইভ এর সাম্প্রতিক সাময়িক পোস্ট নির্বাচিত পাতা নিয়ে - ৩০০ মন্তব্য পেরুনো এই পোস্টে পাবেন একাত্মতা। তবে, সম্প্রতি ফিফার এই পোস্টটিকে স্থায়িত্বের মর্যাদায় ভুষিত করা হয়েছে। কারন হিসেবে বলা যায় - সকল ব্লগারের নির্বাচিত পাতা নিয়ে প্রশ্নো ব্লগমাতার সেই প্রশ্নের জবাব টিকিয়ে রাখতেই এই পোস্টটিকে পুরোপুরি স্থায়ী পোস্ট বানিয়ে দেয়া হয়েছে।
গুরুজীর তোমরা সবাই মন নিয়া চিন্তা কর পোস্টটি ফালতু সাময়িক হলেও অবশেষে কি ফালতু বা সাময়িক ছিলো!
আব্দুন নূর তুষার এর করা পোস্ট প্রতিটি নারীর জীবনে ৩ টি বছর পোস্টটি ৯ জন ব্লগার কেনো প্রিয়তে নিয়েছেন সেটা বুঝা যাচ্ছেনা।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার ব্লগে আমার নাম দিয়ে পোষ্ট ও বিভিন্ন পোষ্টে আমার কমেন্ট এর পর ব্র্যাকেটে সাময়িক থাকলেও সেটার টাইটেল পরিবর্তন করা হয়েছে সম্প্রতি। কিন্তু এই পোস্ট কেনো সাময়িক ছিলো আর এখন টাইটেল পরিবর্তন করে রাখার কারন কি শুধুই হিট বাড়ানো!
এবং আজকেই করা তানিয়া হাসান খান এর সাময়িক পোস্ট মডারেশন সমীপে এর মেয়াদ আসলে কতদিন!
তবে সবচেয়ে মজার খবর দিলেন ব্লগার হাসান মাহবুব। তার দেয়া তথ্যমতে কম্পিউটার জগত ব্লগ কর্তৃপক্ষের নিকট পত্র দেয়া ব্লগার শয়তানের এই সাময়িক পোস্টটিকে স্টিকি করা হয়েছিলো।
এমনি আরো শত শত সাময়িক পোস্ট রয়ে গেছে অসাময়িকভাবেই। আমি তার কিছু অংশ তুলে নিয়ে আসলাম। তবে বেশ কিছু সাময়িক পোস্টের মন্তব্যে এমন কিছু তথ্য দেয়া আছে যেগুলোর টিকে থাকার প্রয়োজন আছে। বাই দ্যা ওয়ে, এটাও একটি সাময়িক পোস্ট
দুর্জয়
ফ্রীল্যান্স সাংবাদিক
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৯