ধূমপান কোমর ব্যথার অন্যতম কারন।
ধূমপানের কারনে মেরুদন্ডের ডিস্কে পুষ্টিগুণ সমৃদ্ধ রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয়, যেটা ইনজুরির জিন্য ঝুঁকিপূর্ণ।
ধূমপানের কারনে কাশি হলে, সেই কাশির জন্য ডিস্ক প্রলাপস হতে পারে।
ধূমপানের কারনে হাড্ডির মিনারেল শেষ হয়ে যেতে পারে।
ধূমপানের কারনে টিসু ইনজুরি রিফেয়ার হতে বাধাগ্রস্ত হয়। যার জন্য প্রদাহ হয় পরবর্তীতে কোমর ব্যথা হয়।
এবার বলেন,,, কোমর ব্যথার রোগীরা সিগারেট খাবেন কি!
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান , ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা৷