ডায়বেটিস কী ঃ
ডায়বেটিস হল এমন একটা রোগ বা কন্ডিশন, যখন আমাদের রক্তে গ্লুকোজের (ব্লাড সুগার) পরিমান অতিরিক্ত বেড়ে যায় । গ্লুকোজ (ব্লাড সুগার) হল আমাদের শরীরে শক্তির প্রধান উৎস, আমাদের প্রতিদিনের খাবার থেকে এই গ্লুকোজ পেয়ে থাকি । ইনসুলিন হল একটা হরমোন, যেটা আমাদের শরীরের প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়) থেকে উৎপত্তি হয় । এই ইনসুলিনই গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করে শরীরের টিস্যুতে পাঠায় । মাঝে আমাদের শরীর পর্যাপ্ত পরিমান ইনসুলিন তৈরি করতে পারে না, মাঝে মাঝে ইনসুলিন তৈরি করতে একেবারেই ব্যর্থ হয় ।
ডায়বেটিস দুই ধরনের
১। টাইপ ১ঃ শরীর যখন ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয় , তখন অটোই শরীরে গ্লুকোজের পরিমান বাড়তে থাকে এবং এই গ্লুকোজ টিস্যুকে ক্ষতিগ্রস্ত করা শুরু করে । এটাই টাইপ ১ ডায়বেটিস । এটা প্রতিরোধ করা যায় না ।
২। টাইপ ২ঃ শরীর যখন কোন কারণে পর্যাপ্ত পরিমান ইনসুলিন তৈরি করতে পারে না, তখনও গ্লুকোজের পরিমান বাড়তে থাকে, এটা হল টাইপ ২ ডায়বেটিস । এটা প্রতিরোধ করা যায় । অতিরিক্ত ওজনের জন্যই অধিকাংশ সময় টাইপ ২ ডায়বেটিস হয়ে থাকে ।
ডায়বেটিসে ফিজিওথেরাপিস্ট দেখানো কেন অত্যাবশ্যকীয় ?
ডায়বেটিসে অবশ্যই একজন ডায়বেটোলজিস্ট দেখাবেন বা সবাই ইতিমধ্যে দেখাচ্ছেন । কিন্তু ফিজিওথেরাপিস্টের কাছে কেন যাবেন ?
টাইপ ২ ডায়বেটিস প্রতিরোধ এবং প্রতিকারের জন্য এক্সারসাইজ হল একটা প্রধান মেডিসিন । একজন ফিজিওথেরাপিস্ট একজন এক্সারসাইজ বিশেষজ্ঞ । একমাত্র কেবল তিনিই পারেন সঠিক, নিরাপদ এবং কার্যকরী এক্সারসাইজ সাজেশ করতে ।
এছাড়া একজন ডায়বেটিস রোগী বিভিন্ন ধরনের অস্টিওআর্থাইটিস জনিত হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ডায়বেটিস নিউরোপ্যাথি সহ বিভিন্ন ধরনের ব্যথায় ভুগতে থাকে । অনেক ডায়বেটিস রোগীকে এম্পুটেশন করতে (পা কেটে ফেলা) হয় । পরবর্তীতে সঠিক পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম ।
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম ( ফিজিওথেরাপিস্ট)
প্রতিষ্ঠাতা, ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা , ঢাকা ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২