আজ সকালে এক বোন আসলেন কোমর ব্যথার সমস্যা নিয় । বোনটি ঠিকভাবে হাঁটতে পারেন না । ৪ মাস আগে সিজারিয়ান অপারেশন হয়েছিল । প্রথমদিকে তেমন সমস্যা ছিল না । দুই মাস যাবত আস্তে আস্তে ডান পা দুর্বল হয়ে যাচ্ছে । গরু ছাগল হাস মুরগি সব বিক্রি করে চিকিৎসা করে যাচ্ছেন । কেউ বলে অপারেশন লাগবে , কেউ বলে লাগবে না । একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আসছে ।
আমি এসেস করে দেখলাম সিরিয়াস ডিস্ক প্রলাপস (L4/L5 Motor Defecit & no sensory defecit ) ।পায়ের মাংস শুকিয়ে যাচ্ছে । ভাল্ভাবে ফিজিওথেরাপি নিলে আশানুরূপ উন্নতি পাওয়া যাবে । তবে অনেক সময় লাগতে পারে । কিন্তু রোগীর আর্থিক অবস্থা ভাল না । ভিশন ফিজিওথেরাপি সেন্টার আমাদের নিজেদের ছোট একটি প্রতিষ্ঠান । যা ইনকাম হয় সবার বেতন এবং বাড়িভাড়ায় ব্যয় হয়ে যায় । লাভের কথা তো প্রশ্নই আসে না , মাঝে মাঝে খুব টান টান হয়ে যায় । তবুও যতটুকু কম রাখা যায় তাই বললাম । রোগী তো কান্না কাটি করে শেষ , সেই এতটাকা কিভাবে দেবে? কেঁদে কেঁদে বলতে লাগৎ, আমাকে দিনে একবার ভাত দিয়েন , আমি বারান্দায় থাকব । নিজের কাছে খুব খারাপ লাগল । কতটা বাধ্য হয়ে - ৪ মাসের এক বাচ্চা এবং ৩ বছরের আরেক বাচ্চা মায়ের কাছে রেখে চিকিৎসার জন্য ঢাকায় আসছে । দিন দিন সেই অচল হয়ে যাচ্ছে তাই বাধ্য হয়ে আসছে এখানে ।
আমি বললাম আচ্ছা ঠিক আছে , টাকা নিয়ে সমস্যা হবে না , একবার খাওয়ার দরকার নেই । তিনবেলাই খাবেন । দুবেলা ফিজিওথেরাপি চিকিৎসাও ঠিক মত নিবেন । দেখি কি করা যায় । ইনশাল্লাহ আপনি অবশ্যই ভাল হয়ে যাবেন ।
আমরা না হয় উনার চিকিৎসার একটু সহযোগিতা করলাম । কিন্তু এই অবস্থা সারাদেশ জুড়েই । কে কয়জনকে সাহায্য দেবে! গরীবদের চিকিৎসা আসলে কোথায় ?
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম
ফিজিওথেরাপি চিকিৎসক , ভিশন ফিজিওথেরাপি সেন্টার ।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০