প্রিয় ক্যাসপার,
কেমন আছ তুমি? অনেক অনেক ভালোবাসা নিও। তুমি আমাকে চিনবে না, অবশ্য চেনার কথা না। তোমার সাথে যে কখনও দেখা হয়নি। আমি তোমার অনেক দূরের এক বন্ধু হই। দূরের কেন বললাম জানো? আমি যে তোমার কাছে যাইনি। তুমি যখন অসুস্থ হলে, হাসপাতালে ভর্তি হলে; তখনও তোমাকে দেখতে যাইনি। শুধু দূর থেকে কান পেতে ছিলাম তোমার সুস্থ হওয়ার খবর জানার জন্য।
আচ্ছা তুমি যেখানে আছ, সেখানটা কেমন? শুনেছি জায়গাটা খুব সুন্দর। পানির রঙটা নাকি টলটলে নীল, হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস, পাখি গুলা সারাক্ষণ কিচির মিচির করছে।শুনেছি ওখানকার পাখি গুলো নাকি কথা বলতে পারে। সত্যি? তুমি আর বন্ধুরা নিশ্চয়ই অনেক মজা করছ। ইস! আমারও তোমার কাছে চলে আসতে ইচ্ছে করছে। আচ্ছা একদিন আসব।
তোমরাতো সারদিন খেলো তাইনা! ভারী মজা! কিন্তু আমি যে খেলতেই পারিনা, আমি বসে বসে তোমাদের খেলা দেখব।
তুমি জানো আমরা যারা তোমার বন্ধু তোমাকে অনেক অনেক মিস করি। তোমাকে আমরা প্রতিদিনই দেখি, একটা মস্ত বড় উজ্জ্বল চাঁদ মামা প্রতিদিন তোমার কথা আমাদের বলে যায়। আকাশে যখন অনেক গুলো তারা জ্বলে, আমি জানি তুমি আলো হয়ে আমাদের গালে চুমু দাও। যখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে, তখন তোমার নরম স্পর্শ আমরা পাই।
জানো বাবা-মা তোমাকে অনেক মিস করে। একটু বকে দিও। তুমি তো তাদের মাঝেই আছো। তবে কেনো ওরা মন খারাপ করে।
আমরা বন্ধুরা তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার জন্য অনেক গুলা লাভ বার্ড পাঠিয়ে দিলাম। ওদের যত্ন নিও কেমন? একদিন তোমার কাছে আসব সবাই। অনেক অনেক ভালোবাসা নিও।
ইতি
তোমার বন্ধুরা
[ লেখাটি যখন লিখছিলাম। মনের অজান্তে এক ফোঁটা অশ্রু ঝরে পড়েছিলো। কে বলে ক্যাসপার হারিয়ে গেছে! আমি হয়ত অনেক দূরের কেউ হতে পারি। কিন্তু আমার ভালোবাসায় সে বেঁচে থাকবে চিরকাল। আমার মত হয়ত অনেকেই আছেন যারা ক্যাসপারকে ভালোবাসেন।]
ক্যাসপারের ছবি আমার কাছে নেই, এই ছবিটি "সাদা মনের মানুষ" এর ব্লগ থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯