দাঁত ফেললে কি চোখের ক্ষতি হয়? এ প্রশ্নটি প্রায় প্রতিদিনই শুনি। এটি একটি প্রচলিত ধারণা। যখন দাঁত ব্যাথা হয়, অনেক সময় ঐ পাশের চোখ,কান ও মাথার এক পাশ ব্যাথা করে ; ইনফেকশন থাকলে চোখের নিচ ফোলে যায়। তাই অনেকে মনে করেন দাঁতের সাথে চোখের গভীর সম্পর্ক রয়েছে, দাঁত ফেললে চোখের ক্ষতি হয়। আসলে দাঁত ফেললে চোখের ক্ষতি হয়না।এটি একটি ভুল ধারণা।
তবে আমাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ একে অপরের সাথে সম্পর্ক যুক্ত। তাই সহজ ভাবে বলি, সঠিক নিয়মে জীবাণু মুক্ত যন্ত্রপাতি দিয়ে দাঁত ফেললে শুধু চোখ কেন আপনার কোনও অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হবেনা। চিকিৎসার পূর্বে অবশ্যই আপনার ডাক্তার সম্পর্কে জানুন। ওনার BDS ডিগ্রি আছে কিনা অথবা ডাক্তার সাহেব BMDC registered কিনা। http://bmdc.org.bd/doctors-info/ যাচাই করেনিন।
হাতুড়ে ডাক্তারের স্পর্শ পাওয়া অনেক রোগী আসেন। একজন এসে বলছেন, একজায়গায় দাঁত ফেলেছিলাম,তার পর থেকে ডান চোখে কিছু দেকতে পাচ্ছিনা। এর কারণ হচ্ছে, অনাকে ইঞ্জেকশান পুশ করা হয়েছে রক্তনালিতে যা চোখে গিয়ে পৌঁছেছে। উনাকে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানো ছাড়া আর কিছু করার ছিলনা।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬