আমাদের পাড়ার রফিক ভাই খুব ভালো ক্রিকেট খেলতেন। উনি যখন খেলতেন জনা পঞ্চাশেক লোক হয়েই যেত। সাইজ ওনার আমাদের আশরাফুলের মতো কিন্তু খেলতেন সম্ভবত আশরাফুলের থেকেও ভালো!!!। উনি যখন বোলিং করতে আসতেন, তখন ধারাভাষ্যকার কনফিউয হয়ে বলতেন...এবার আসছেন সবার পরিচিত রহস্যময় very -slow –medium- fast bowler……Rafique…
নিশ্চয় বুঝতে পারছেন আমাদের এলাকার রফিক ভাই কিরুকুম ভালো ক্রিকেটার ছিলেন! যাকে অনেকগুলা উপমা দিয়ে বিশেষায়িত করা হয়েছিল।(ভুল বুঝবেননা সাবেক ক্রিকেটার রফিক ভাই আমার পরানের লোক)। তেমনি আমাদের ভবিষ্যতের ডাক্তার সাহেবদের নামের পশ্চাতে দেখবেন রকমারি ডিগ্রি যেমনঃ PVUA(পুরাই ভুয়া), DC( Diploma in Copy), AC( All time confused).
এদের চেম্বার হবে সেইরাম, বিরাট একখান পোস্টার সাইজের ছবি......।
মুই ১০০++++ মার্কস পাইয়া টপ কইচ্চি!
এরকম সফদার ডাক্তারের ডায়াগনোসিস হবে অসাধারণ...।।
১। Diarrhea followed by Constipation
- ডায়রিয়া সাথে সাথে কষ্ট কাঠিন্য!
২। Diabetes with rapid peshabing.
- ডায়াবেটিস ও বহুপিশাব রোগ।
৩। The patient is expiring ……
- রোগীটি হাওয়া খেতে যাচ্ছেন।
চিকিৎসা হবে অত্যাধুনিক.........
১। অপারেশন থিয়েটারে বই খুলে অপারেশন করবেন। ( বই খুলে দেখা বাল্য অভ্যাস, এটি ছাড়া যাবেনা)।
২। youtube দেখে দেখে সার্জারি করা।
৩। অন্য ডাক্তারের কাজ নিজের নামে চালিয়ে দেয়া।(পুরান অভ্যাস ১০০++ পদ্ধতি)।
এদের প্রিয় উক্তি....” I am proven honest man” ডাক্তারি একটি কঠিন পেশা, কিন্তু ডাক্তার হওয়া বড়ই সোজা!”
অতএব, এটা বলা যায় যে, আমরা ভবিষ্যতে একদল সুদক্ষ, সৎ, নির্ভীক ডিজিটাল সফদার ডাক্তার পেতে যাচ্ছি। সুস্থ থাকুন এবং আমাদের মতো অমেধাভি(পুরান ডাক্তার ভাই, পরীক্ষায় অনেক কম পাইসিলাম ভাই) ডাক্তারদের উত্তরসূরিদের হাতে নিজেদের সপে দিন।
বিঃদ্রঃ এই পোস্টে কারো বিশেষ জায়গায় পিন লাগলে, ঢাকা হাতুড়ে কলেজে গিয়ে টাকা দিয়ে পিন তুলতে পারেন।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯