১) প্রথমেই এই লিংক থেকে অভ্র সফটওয়্যারটা নামিয়ে নেন। এরপর ইন্সটল করেন। এরপর কিছু সুন্দর বাংলা ফন্ট ইন্সটল করেন। আদর্শলিপি, সোলেমানলিপি, সিয়াম রুপালি এই ফন্টগুলো ইন্সটল করলে আর কোন বাংলা ফন্ট ইন্সটল করার দরকার নাই। অভ্রতে ডিফল্টভাবে সিয়াম রুপালি ইন্সটল থাকে। তাই, আদর্শলিপি ও সোলেমানলিপি ফন্ট দুটো শুধু ইন্সটল করে নেন। ফন্ট ইন্সটল করার জন্য ডাউনলোডকৃত ফাইলগুলো কপি/কাট করে Control Panel এর Appearance and Personalization এ গিয়ে Fonts ফোল্ডারে ঢুকে(অথবা C:windowsfonts) শুধু পেস্ট করলেই হবে।
২) এবার অভ্রের Settings এ গিয়ে Font Fixer: Set Bangla font-এ ক্লিক করে Set as Bangla Font-এ Adorso Lipi অথবা Siyam Rupali যে কোন ১টা সিলেক্ট করে Fix it ক্লিক করেন।
এরপর পিসি রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিবেন। Font Fixer এর মাধ্যমে আপনি আসলে ডেক্সটপের ডিফল্ট ১টি বাংলা ফন্ট সেট করলেন।
৩) এবার ব্রাউজার কনফিগার করার পালাঃ
ফায়ারফক্স ব্যাবহারকারীরা ফায়ারফক্সের Tools এর Option এর Content-এ গিয়ে Default font হিসেবে Siyam Rupali অথবা SolaimanLipi যেকোনো ১টা সিলেক্ট করে Advance অপশনে ক্লিক করেন।
এরপর নিচের ছবির মত সবকিছু সিলেক্ট করেন
Siyam Rupali এর জায়গায় আপনি ইচ্ছা করলে SolaimanLipi ও দিতে পারেন।
ক্রোম ব্যাবহারকারীরা ক্রোমের Settings-এ গিয়ে Show Advanced Settings-এ ক্লিক করেন।
তাহলে, সব সেটিংসের সাথে Web content সেটিংসও দেখতে পাবেন। ওখানে Customize fonts-এ ক্লিক করেন
এরপর নিচের ছবির মত সেটিংস্ করে নেন
SolaimanLipi এর জায়গায় আপনি ইচ্ছা করলে Siyam Rupali ও দিতে পারেন। তবে, ক্রোমে Siyam Rupali এর চেয়ে SolaimanLipi এর ফন্টই অনেক সুন্দর দেখায়।
এবার উপভোগ করুন পিসিতে এবং যেকোনো ওয়েবসাইটে ঝরঝরে-তকতকে সুন্দর বাংলা ফন্ট