০১ লা জুন, ২০১১ রাত ৩:৪২
একটা পোস্ট আসলো, যার টাইটেল ছিল... ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন
টিপু সেফ ছিল না, তাই পোস্ট ১ম পাতায় আসে নি। অনেকেই পড়ে নি পোস্টটি...
কি ছিল পোস্টে? ব্লাড ক্যান্সার নিয়ে কিছু কথা, লক্ষণ, কারণ, চিকিৎসা... ইত্যাদি
কিন্তু পোস্টটি থেকে যায় সবার দৃষ্টির অগোচরে... এটা সেও জানতো... তাই পোস্টের শেষে সে বলেছিল...
এত বড় পোস্ট কেন করলাম? কেউত পরবে না? এই পোস্ট অন্য কারো জন্য নয়, নিজের জন্য। আমার খুব কাছের একজন এই মরণব্যাধিতে আক্রান্ত, আমি জানি খুব বেশি দিন নেই তার, তারপরেও তাকে এই মিথ্যাটুকুই সারাদিন বলি 'কিচ্ছু হবে না'
হ্যাঁ, পোস্টটি সে নিজের জন্যই করেছিল, খুব কাছের একজন বলতে সে নিজেকেই বুঝিয়েছিল।
টিপু নিজেই ২০০৯ থেকেই ব্লাড ক্যান্সার (Liucoplastic Liucomia) রোগে ভুগছিল।
কেউ বোঝেনি সেই একজন কে? টিপু বোঝাতেও চায় নি, সে হয়তো বা কারও করুণার পাত্র হতে চায় নি।
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪২... ঐ পোস্টে ১ম মন্তব্য করেছিল লুকার, মন্তব্যটি ছিল- "হায়! নিজের কথাই সে লিখেছিল! কেউ বোঝেনি, মন্তব্যও করেনি! ব্লগারদের কাছে সাহায্যও চাননি!"
এতো পরে মন্তব্য !!! কারণ টিপু ২০১১ সালের ২৪শে নভেম্বর বিকাল ৫ টায় মাত্র ২২ বছর বয়সে মারা যায়।
আজ সেই ২৪শে নভেম্বর, ১ বছর হলো টিপু আমাদের ছেড়ে চলে গেছে...
হয়তো বা কারও মনে ছিল, কারও মনে পড়লো, কারও বা মনে পড়বে...
সবাই তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন...
যেখানেই থাকো, ভালো থেকো টিপু...
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ২:৪০