সভ্যতাগুলো পরস্পরের সংস্পর্শে আসে এমনকি কিছু ক্ষেত্রে একত্রীভূত হয়। কিন্তু বাংলাদেশের উপর পশ্চিমা সংস্কৃতির এরুপ প্রভাব আর কখনো দেখা যায় নি।এর প্রভাব এতই গভীর এবং এতই প্রবল যে,আমরা যেখানেই যাই না কেন আমরা কেবল পশ্চিমা চাল-চলন লক্ষ করি।
আমরা কি বাংলাদেশে আছি না কোন পশ্চিমা রাষ্ট্রে আছি??বাংলাদেশে পশ্চিমা প্রভাব খুঁজে পেতে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না ।আমাদের খাবার ,খাবার অভ্যাস ,পোষাক ,সংগীত এমন কি জীবনযাত্রার রীতি সবই পশ্চিমা ধাচের !!
এটা প্রকাশ করে যে ,আমরা কেবল ব্রিটিশদের নিকট থেকে শারীরিক ও রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছি কিন্তু মানসিকভাবে ও সাংস্কৃতিকভাবে আমরা স্বাধীনতা পাইনি।
আমার দৃষ্টিতে যেকোনো স্থানের ভালোটা গ্রহণ করা ভালো, কিন্তু আমাদের অবশ্যই আমাদের জন্য কোনটা ভালো তা শিখতে হবে। যদি তা আমরা করতে পারি ,তবে অবশ্যই আমরা সবকিছু থেকে ভালোটা গ্রহণ করতে পারবো।
এটা হল তাই যা বুদ্ধিমান একজন মানুষ বা একটি সমাজ এর করতে থাকা উচিত।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ১১:২৩