আমরা লক্ষ্য করেছি বাংলা জাতীয় পত্রিকাগুলোর প্রায় সবকটিই বিভিন্ন ধরনের মডেল প্রশ্ন নিয়মিতভাবে ছেপে থাকে। এ নিয়ে পক্ষ বিপক্ষে মতও প্রকাশিত হতে দেখেছি। কেউ বলেছেন, এটি সরাসরি নোট,শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করছে।
জাফর ইকবাল স্যার বলেছেন এবং বেশ কয়েকবার লিখেছেন যে ,আমরা সৃজনশীলতার কথা বলছি ,নোট, গাঈড বন্ধ করার কথা বলছি অথচ বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিতভাবে এই নোট ছাপা হচ্ছে।এটি একটি বিপরীতমুখী কাজ।
কিন্তু শিক্ষার্থীরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের তৈরি করা প্রশ্ন দেখেন ,তখন একটি বিষয় সর্ম্পকে তাদের ধারণা প্রসারিত হয়।আবার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা প্রশ্নপত্র করার কৌশল আয়ত্ত করছেন।দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মেধাবী শিক্ষক তাদের উদ্ভাবিত বিষয়গুলো জাতিকে জানাতে পারছেন।
তাই বাংলা পত্রিকাগুলোর প্রতি আহ্বান তারা যেন আরও আকর্ষনীয় ও সৃজনশীল উপায়ে এবং আরও উপাদেয় করে শিক্ষা পাতাটিকে উপস্থাপন করবেন আমার দৃঢ় বিশ্বাস।
তবে হুবহু নোট ও গাইড ছাপানো প্রশ্নসমূহ যাতে ছাপানো না হয় সেদিকে পত্রিকাগুলোকে দৃষ্টি দেয়ার জন্য আবারো অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬