প্রবীর শিকদারকে চিনেন?নব্বই এর দশকে দৈনিক জনকণ্ঠের সাড়া জাগানো কলামিষ্ট।যিনি কিনা কলাম লিখার কারণে যুদ্ধাপরাধী জামাত চক্রের হাতে নিগৃহীত হয়েছিলেন প্রবীর শিকদার।প্রকাশ্যে দিবালোকে আক্রমণ করে তার একটি পা কেটে ফেলা হয়!!
সেই কলামের শক্তিশালী লেখনীর মাধ্যমে সর্বপ্রথম সাধারণ মানুষের মধ্যে যুদ্ধাপরাধীদের মুল ফোকাস করা হয়েছিলো,যে কলামে সাধারণ মানুষ রাজাকার ,আল-বদর, আল-সামসের চিহ্নিত যুদ্ধাপরাধীদের সর্ম্পকে সঠিক ইতিহাস জানতে পেরেছিলো। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে তাঁর সেই কলামের অবদান অস্বীকার করার উপায় নেই।
তাঁর বিরুদ্ধে ৫৭ ধারায় অভিযোগ দ্বায়ের হয়েছে অথচ তার আইনজীবি মামলার নকল তুলতে পারে নি।একজন পঙ্গুলোক যিনি রাজাকারদের বিরুদ্ধে লিখে পা হারিয়েছেন তাঁকে অপদস্ত করা হবে এটা কল্পনাতীত একটা স্বাধীন দেশে ।
প্রবীর শিকদার আজ মারা পড়লে কান্নার রোল পড়ে যাবে ,ব্যানার, ফেস্টুন হাতে শাহবাগ বা প্রেস ক্লাবের সামনে দাঁড়ানোর মত লোকের অভাব হবে না।
অথচ তাঁর পাশে এখন দাড়ানোর মতো কোন পিঁপড়াও নাই!!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩