কোথায় দাড়িয়ে আমরা??? ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভ বাঙ্গালি জাতির শ্রেষ্ঠতম অর্জন।ত্রিশ লক্ষ মানুষের জীবন যে স্বাধীন দেশের জন্য উৎসর্গীকৃত হয়েছে তারই নাগরিক হতে পেরে নিজেদের ধন্য মনে করি।
তবে একথাও সত্য যে, যে নীতি আদর্শ ও লক্ষ্য নিয়ে বাংলার মানুষ স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলো তার সুফল এখনো অর্জিত হয়নি বলে আমি মনে করি।মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় জীবনে পরিব্যাপ্ত হয় নি।পূরণ হয়নি উদার ,শোষণহীন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন।
আমরা অনেক সমসাময়িক ঘটনার জন্য লজ্জিত। লজ্জিত জাতি। শিশু হত্যা ,গুম, রাস্তায় নির্মমভাবে বিশ্বজিৎকে কোপানো, রাজন হত্যা!! সাংবাদিক জুটি সাগর রুনির গুমের খবরটা আজও জানতে পারলাম নাহ!!
গত কয়েক বছরের অর্থ কেলেঙ্কারির মতো ঘটনো গুলো জনগণ ভুলে যায়নি।
আবার এর মাঝেই সবচেয়ে নিরাপদ স্থান যেটাকে ভাবতাম কিন্তু এখন না ,সেনানিবাসে তনু হত্যা ও ধর্ষণ!!! দেশে কি হচ্ছে এইসব???
জাতি সরকারের কাছে নিরাপত্তা চায়।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭