[উৎসর্গ : দিনমজুরের ''বিশ্বকাপ ২০১১: নগরের কসমেটিক সার্জারি ও রাষ্ট্রীয় প্রদর্শন কাম।'' লেখার প্রতি।]
Click This Link
ঘটনা তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০১১, সকাল ৯ টা।
ঘটনার স্থান: সড়ক ভবন মসজিদ গেট প্রান্ত।
আই ই বি কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান । প্রধান মন্ত্রী আসবেন ১০টায়। আমি ভাল আসনের সামনে দিকে বসবার লোভে সকাল ৯টায়ই মৎস ভবনের মোড় থেকে ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট অভিমুখে ফুটপাথ ধরে ছুটতে গিয়ে সড়ক ভবন মসজিদ গেট প্রান্তে এসে আটকে গেলাম। সমগ্র ফটুপাত বৃত্তাকারে ঘিরে রেখেছে রাষ্ট্রী পোশাক ধারী নিরাপত্তা কর্মীরা। আর আমার মত উৎসুক কিছু লোক।
কসরত করে বৃত্তের কেন্দ্রের দিকে নজর দিতে দেখি , একগাদা ছেড়া পোষ্টা বিছানা পেতে বসে আছেন এক বৃদ্ধা। পুলিশার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা তাঁকে উঠে যেতে বলছেন নরম-গরম স্বরে। কিন্তু বৃদ্ধার তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নাই। সম্ভবত তিনি কানেও শুনেন না।
একজন পুলিশ কর্মকর্তাকে দেখলাম উত্তেজিত ভাবে ওয়ারলেসে মহিলা পুলিশ পাঠানোর জন্য কোথাও কথা বলছেন।( আই ই বি কনভেশনে মহিলা পুলিশ রাখার প্রয়োজন আগে মনে ছিল না বোধয় ) ।বৃদ্ধার ভাগ্য শেষ পর্যন্ত কি ঘটলো দেখবার সময় ছিল না ( আসলে আগ্রহ হয় নি )। তবে নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরেও যখন প্রধান মন্ত্রী প্রকৌশলীদের কনভেনশনে এলেন না, তখন মনে হলো শেষ পর্যন্ত সেই বৃদ্ধাকে কী প্রধান মন্ত্রী তথা রাষ্ট্রীয় নিরাপত্তর জন্য হুমকি মনে করা হযেছে ।আর তাই প্রধান মন্ত্রীর আগমনের সবৃজ সংকেত দেওয়া হচ্ছে না, তাঁ আগম বিলম্বিত হচ্ছে।
ঐ বৃদ্ধা প্রধান মন্ত্রীর নিরাপত্তার জন্য হুমকি এ কথা বললে হাস্যকর মনে হবে। তবে ভুলে গেলে চলবে না প্রধান মন্ত্রীর শারীরিক নিরাপত্তার পাশাপাশি আমাদের আরও একটি নিরাপত্তার কথা ভাবতে হয় ..''ইমেজের নিরাপত্তা''। এটাকে খাটো করে দেখবার অবকাশ নেই। এটা রাষ্ট্রীয় ইমেজের বিষয় বটে।
পুনশ্চঃ উদ্বোধণী অনুষ্ঠান শেষে রমনা পার্কের মধ্য দিয়ে পায়ে হেটে বাসায় ফিরছি। মাথায় তখন ঘুর পাক খাচ্ছে স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষে ভিশন -২০১২ বাস্তয়ানে প্রকৌশলীদের প্রতি প্রধান মন্ত্রীর উদ্দাত্ত আহবান আর প্রকৌশলী সমাজের দীপ্ত শপথ। সকালের সেই বৃদ্ধের তার সহায়-সম্বল সমেত রমনা পার্ক ঠাই মিলেছে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫১