বুঝতে পারছি
একটা জোর জবরদস্তি চলছে নিজের সাথে,
বুঝতে পারছি
প্রচণ্ড বিস্বাদ অভ্যেসে পরিণত হয়েছে।
শুনতে পাচ্ছি
একটা আহ্বান, প্রলম্বিত প্রস্তুতি কতক্ষণ আটকাতে পারে তা আর?
বুঝতে পারছি
সবই অহেতুক, নিভে যাবে সব, সূর্যটাও।
দেখতে পাচ্ছি
তোমাকে, একটা ছোট্ট দীর্ঘশ্বাসে!
ভালোবাসার নেশাটা কেটে যাবে এবার,
কিছু নেই পরে, কিছু নেই পুনর্বার।
আমার ভালো আমিই শুধু জানি,
কিছুই সঞ্চিত নেই কোনো সুদূরে,
প্রকৃতি মেপে রাখে না কোনো প্রাণ, ফুরিয়ে যায়,
সবই হারায়, বিশাল আকাশ, প্রতিবেশীর সংকীর্ণতা,
শত্রুর নিষ্ঠুরতা, তোমার অব্যক্ত ভালোবাসা, সবই।
আসলে আমার আর এসব ভালো লাগে না,
আসলে আমাকে আর এসবে মানাচ্ছে না,
মনে হয়, পৃথিবীর নেশা কেটে গেছে,
মনে হয়, নাটকের শেষাঙ্ক শেষে পর্দাটা নেমে গেছে।
প্রস্থান বলার পরও
তবু কেন অামি দাঁড়িয়ে আছি নির্নিমেষ!
দর্শক সব চলে গেছে, আলো নিভে গেছে,
এখানে অন্ধকার, শূন্য, মহাশূন্যের সমারোহ শুধু।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৮