অনেকের চোখেই হয়ত পড়েছে। সোস্যাল মিডিয়ায় একটি অংক ঘুরে বেড়াচ্ছে, “জমি পরিমাপের সহজ পদ্ধতি”। ভুল এ অংকটি শেয়ার হয়েছে অজস্রবার। অনেক উচ্চশিক্ষিত মানুষ, তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের লোকও রয়েছে, যাদের এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে আসার কথা, তারাও এই জিনিস শেয়ার করেছেন। দেখুন, শেয়ার করা ভুল অংকটি-
প্রথম ছবিটি প্রিয় যশোর নামক একটি সাইট থেকে শেয়ার হয়েছে। এভাবে দৈর্ঘ্য এবং প্রস্থের গড় মান দিয়ে সঠিক ক্ষেত্রফল পাওয়া যায় না। দ্বিতীয় ছবিটিও এরকম আরেকটি সাইট থেকে নেওয়া (নাম মনে নেই, কয়েকদিন আগে নিয়ে রেখেছিলাম)। দ্বিতীয় ছবিটির আলোকে তৃতীয় এবং চতুর্থ ছবিতে আমি ব্যাখ্যা করে দেখিয়েছি- কেন এভাবে সঠিক ক্ষেত্রফল পাওয়া যায় না।
ছবি-১
ছবি-২
এই ছবিটি দেখুন। দুই নম্বর ছবিটির সাথে মিলিয়ে দেখুন। ক্ষেত্রটিকে বর্ধিত করা সত্ত্বেও ক্ষেত্রফল প্রদত্ত ভুল ক্ষেত্রফলের চেয়ে কমেছে।
ছবি-৩
এখানে ক্ষেত্রটির ক্ষেত্রফল সঠিকভাবে করে দেখানো হয়েছে।
ছবি-৪
আসলে জমি এতটা একুরেইটলি জ্যামিতিক আকারে নাও থাকতে পারে। তাই এটি দিয়ে জমি পরিমাপ করা যাবে কিনা, তা নিশ্চিত নয়, এখানে শুধু দেখানো হয়েয়ে, প্রদত্ত অংকটি ভুল।
এটা একটি উদাহরণ মাত্র। ফেসবুকে এরকম হুজুগ চলছে হরহামেশা। এটি অবশ্যই ভয়ঙ্কর। বিষয়টি দ্বারা এরকম উপসংহারে আসাই যায় যে, ফেসবুক (সোস্যাল মিডিয়া) ব্যবহারের জন্যও সরকারের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম থাকা দরকার। মূল ধারার মিডিয়াতে এ বিষয়ে পরামর্শমূলক নিবন্ধ প্রকাশিত হওয়া দরকার।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪