ব্যস্ত শহর জেগে থাকে
সন্ধ্যে রাতের হলদে বাতির আলোয়,
ফুটপাথ, খোলা সড়ক, রাত জেগে থাকে কোলাহল শেষে
নিস্তব্ধতা নেমে আসে ক্লান্ত বাতাসে!!
স্তব্ধ হয়ে আসে নগরী রাত্তির অন্ধকারে
নিয়ন আলোর রাস্তায় একা আমি,
হেটে বেড়াই খুজি, দেখি শহুরে সুখ
পুরোপুরি অচিন, না দেখা বিস্ময়ে !!
আমি হেটে বেড়াই সন্ধ্যা রাতের শহরে
নিঃসঙ্গ রাস্তার পথিক হয়ে,
আলোক আধারের অদ্ভুত মায়াজালে,
চেনা জানা সব অলি গলির পথ ভেঙে
রাতজাগা প্রহরীর মতন জেগে থাকি,
অনুভব করি অচেনা এক শহর!!
চেনা শহরের অজানা অস্পর্শ মায়ায়
অভিমানের ঝোলায় আবেগ ফেরি করে বেড়াই!!
একটুকরো নিয়ন আলোয়
জেগে থাকে রাতের শহর,
উল্লাস থেমে যায় ব্যস্ত নগরীর
নেমে আসে রাতের নিরবতা, নিঃসঙ্গতা!!
সেপ্টেম্বর ১৯, ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩