মায়ের জন্য "মা" দিবস কেন সেটা আদৌ আমার জানা নেই। বছরের সব দিনগুলিই তো মায়ের জন্য। মায়ের জন্য একটা নির্দিষ্ট দিন নির্ধারন করা কোন সন্তানের উচিত নয়।
তবে বিশ্ব মা দিবস উপলক্ষে মাকে নিয়ে না লিখলেই নয়। আমার "মা" মনে হয় এই জগতের মানুষ নয়, কোন অন্য জগত থেকে আগত। কারন, দুনিয়ার কোন সাত পাঁচ মার্কা প্যাচ উনি একদমই বুঝেন না। বলতে গেলে নিখুত সহজ সরল,খুব ভালো মনের একজন মানুষ । একটা ঘটনা না বললেই নয়, তখন আমি স্কুলে পড়ি যখন আমি বাসা থেকে দূরে কোথাও যেতাম তখন আমার বন্ধুরা কেউ আমাকে খুজতে আসলে...
-আন্টি সাগর কই?
- বাবা ওতো স্কুলে গেছে!!
কলেজ এবং ইউনিভার্সিটি লাইফেও একিই অবস্থা!!!
- আন্টি সাগর কই?
- বাবা ওতো স্কুলে গেছে?
এখনও মাঝে মাঝে উনি এরকম উত্তর দিয়ে থাকেন।।
এই হলো আমার "মা", উনার কাছে আমি ছোটই আছি এখনও পর্যন্ত, সেই সাদা শার্ট,নেভী ব্লু ইউনিফর্ম গায়ে জড়ানো স্কুল পড়ুয়া ছোট্ট ছেলেটার মত, এমনকি উনি আমার বয়সটাও সঠিক জানেন না। আসলে উনি ইচ্ছে করেই মনে রাখেন না..।।
যাই হোক বর্তমানে আমি কলেজে উঠছি; মানে, শুক্রবার আর শনিবার সকাল বেলায়,
- তুই কি আজকে কলেজে যাবি? এর মানে আই সি এম এ বি ( ICMAB ) তে যাওয়ার কথা স্মরন করিয়ে দেন।।
মূলত পৃথিবীর সকল "মা" এমনই হয়, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। "মা" কিছু জানুক আর নাই জানুক, জানে কিভাবে সন্তানকে মাতৃস্নেহে আগলে রাখতে হয়, ভালোবাসতে হয়।
"মা"...
পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসাটা শুধুই তোমার জন্য..।।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১১:২২