খুলনা শহর এবং আশেপাশের এলাকার মাশরুম চাষী ভাইদের সাথে যোগাযোগ করতে চাই।
আমি একটি মাশরুম মার্কেটিং চ্যানেল তৈরী করতে চাই। প্রাথমিক ভাবে একটা দোকান দিব, যেখান থেকে পাইকারি ও খুচরা বিক্রি হবে। শহরের দোকান গুলোতে ঘুরে ঘুরে বিক্রির উদ্যোগ ও থাকবে। এই মুহুর্তে যেহেতু আমি মাশরুম উৎপাদন করছি না এবং যারা উৎপাদন করছেন তারা মার্কেটিং (বাজারজাতকরণে) এর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন, আমরা একত্রে কাজ করলে সবারই ভালো হবে:
১।মাশরুম চাষী তার পন্য বিক্রির নিশ্চয়তা পাবে, উৎপাদনে আরো অধিক মনোযোগ দিতে পারবেন।
২।বিপনন কারি ও চাষী অংশিদারিত্বের ভিত্তিতে এ বাজারজাতকরণের কাজ করতে পারবে।
৩। সকল ধ্যান বাজারজাতকরণে দেবার কারণে বিপনন কারি বাজার সম্প্রসারণ, নতুন বাজার খোঁজা, লাগসই পদ্ধতি আবিষ্কার ইত্যাদি করতে সক্ষম হবে।
৪।মাশরুমকে জনপ্রিয় করতে বিপননকারি ভোক্তা সচেতনতা তৈরীর বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে।
৫।.........এরকম আরও অনেক লাভ হবে উভয়পক্ষের।
আসুন 'দশের লাঠি একের বোঝা' এই মন্ত্রের শিক্ষায় আলোকিত হ্ই।
খুলনার মাশরুম চাষী ভাই বা বিপণনে আগ্রহীরা কমেন্ট করুন। মোবাইল: ০১৭৭০১১৩৩৫৫
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১০