মৃত আত্মার নিস্ফলা জঠরে,
জন্ম হোক নতুন চেতনার।
মনুষ্যত্ব বিকিয়েছে যারা, অনুর্বর বিবেকের হাতে;
ধুয়ে মুছে যাক সব
ভালবাসার নবনব স্রোতে।
লালসার নীল বিষ যত, একদিন নির্বিষ হবে,
মানবতা জ্ঞান ফিরে পাবে-
এই আশা তোমার আমার।
প্রিয়তমা মুছে নাও প্রেম, হৃদয়ের নির্বোধ আঁধার-
ছিঁড়ে দাও অতি ব্যক্তিগত
নিঃশ্ছিদ্র মায়ার আস্তরন।
বাঁচার নতুন সংগ্রাম, উড়ে যাক পাখির ডানায়;
এই মাটি, সবুজের পাহাড়,একদিন হবে সবাকার-
এই হোক নতুন অঙ্গীকার।
বেখেয়ালি প্রমোদের নেশা,
ছুটে যাবে দীনের আর্তনাদে।
হৃদয়ে উচ্ছিষ্ঠ নিয়ে মহাসুখে যে নরপিশাচ,
ডুবে আছে আত্মকেন্দ্রিকতায়।
ওরাও মানুষ হয়ে উঠুক, সকলের জীবন্ত ভালবাসায়।