ঘুম জমা চোখে রক্ত জমেছে-
নিস্পৃহ মুখ আজ স্তব্ধ,
দুঃসহ আলো ঝলসে দেয় চোখ;
জ্বালা ধরা ফুসফুসে জমাট ধোঁয়ার গন্ধ।
চলো ফিরে যাই ফিরে যাই কোন আদিম ঠিকানায়,
চলো ফিরে যাই ফিরে যাই কোন বর্বর সভ্যতায়।
আমাদের এখানে, খুব সাবধানে
ব্যাভিচার চুষে চুষে রক্ত খায়-
অপসংস্কৃতি, দেয় পরিচিতি
স্বাধীনতা আর কোন সত্তা নয়।
ভালবাসা পিঁষে, গরলতা মিশে
বানিয়েছি শোষণের সিংহাসন-
গভীর মমতায় নোংরা ক্ষমতার মত্ততা মনে আনে আগ্রাসন।
আর মুমূর্ষ সমাজের বীভৎস চিৎকার-
বাতাসের সাথে সাথে মিলিয়ে যায়।
চলো ফিরে যাই ফিরে যাই কোন আদিম ঠিকানায়,
চলো ফিরে যাই ফিরে যাই কোন বর্বর সভ্যতায়।DDevil